নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

স্বামীর উত্থান পতন স্ত্রীর সহযোগিতায়... নারীদের কারনে নারীরা অসহায়... পুরুষ সমাজে অবক্ষয়

১৮ ই নভেম্বর, ২০২৫ রাত ১:২৬

সমাজে এখন পরকীয়া- ডিভোর্স এবং পারিবারিক কলহে নিহত: এই ৩ টি ব্যাপার সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে । আমার ধারনা, এর সমাধান অধিকাংশ ক্ষেত্রে স্ত্রী বা নারী সমাজের মধ্যে লুকিয়ে আছে। কিন্তু কিভাবে?



আমাদের সমাজটা এমন যে, কনের পছন্দ অপছন্দের মূল্য নেই। বরের পছন্দেই বেশির ভাগ ঘটকালির বিয়ে (এরেন্জ ম্যারেজ) হয়ে থাকে। এক্ষেত্রে পাত্রের কামানা লিপ্সু দৃষ্টিকোণ প্রগাঢ় থাকে। যেমন সুন্দরী, স্বাস্থ্যবতী, নিখুঁত, ফর্সা, লম্বা চুল, সুউচ্চ বুক ইত্যাদি। আগে দর্শন ধারী তারপর গুনবিচারী। এরপর আসে, কনের যোগ্যতা ( লেখাপড়া, চাকরী ইত্যাদি) এবং পরিবারের যোগ্যতা (কত টাকা যৌতুক / ঘরসাজানি / গিফট দিতে পারবে, কনের বাপের কি কি আছে ইত্যাদি)।

কাজেই ঘটকালির বিয়েতে বর কনের মনের মিল বা বোঝা পড়া বিষয়টা গুরত্বহীন। সেখানে শুধুই যৌনতা, সামাজিক সম্মান, সন্তান উৎপাদন এবং লোক দেখানো ভাল থাকা( ব্যতিক্রম ঘটনা এখানে উহ্য রাখছি, বেশিরভাগ ক্ষেত্রে যা হচ্ছে সেটাই বলছি)। যখন বিয়েটা পুরুষের যৌন ক্ষুধা মেটানো, সন্তান পয়দা করা আর তাদের বড় করা আর অন্য দিকে কনের বাবা মা মেয়েকে বিয়ে দিয়ে হাফ ছেড়ে বাঁচা হয়, তবে বুঝতে হবে, সেই সমাজে পুুুুরুষ মানে তথাকথিত স্বামী এক নারী দেহে কখনই সন্তুষ্ট থাকবে না।

গ্রাম হলে পাট ক্ষেতে অন্যের বউকে নিবে, ভাই হাটে গেলে ভাবীকে বিছানায় নেবে, প্রবাসী কারও স্ত্রী থাকলে মধ্যরাতে মজা নিবে। শহর হলে রঙ্গিলা হোটেলে ওয়ান সট মেরে আসবে, কলিকদের সাথে মজা নেবে, পাশের ফ্লাটের ভাবীদের ডিস্টার্ব করবে, বউকে বাপের বাড়ি পাঠিয়ে কলগার্ল ডাকবে ইত্যাদি ইত্যাদি।

একটা নারী গর্ভবতী হলে মোটামুটি ১ বছর লাগে স্বাভাবিক রুপ যৌবনে ফিরে আসতে। স্বাভাবিক ভাবেই স্বামীর আকর্ষণ হারায়। স্বামীরা তৃপ্তির ক্ষুধায় অন্যের পুকুরে বর্শি ফেলে। সবাই যে তা না, বেশির ভাগ। শুরু হয় পরকীয়া বা লিভ টু গেদার বা এক তালায় বহু চাবীতে গাদাগাদি... । ফল স্বরুপ পারিবারিক অশান্তি, বয়ে নিয়ে আসে HIV, গনোরিয়া, সিফিলিস, হেপাটাইটিস সি সহ নানা চর্ম ও যৌন রোগ। একসময় স্বামীর পুরুষত্ব্য হীন হয়ে যায়, বউ তখন আর একজনের কাছে যায়।

প্রাকৃতিক ভাবেই নারীর তুলনায় পুরুষের যৌন ক্ষুধা বেশি। যেখানে একজন নারী ৫০-৬০ বছরে মনোপজে চলে যায়, একজন পুরুষ বিশেষ স্বাস্থ্য সমস্যা না থাকলে মৃত্যুর আগে পর্যন্ত সক্ষম থাকে। পিতা হবার ক্ষমতা রাখে। মনোপজে গেলে নারী দেহের ক্ষুধা/কামনা ৭০% কমে যায়, মিলন তৃপ্তিদায়কের পরিবর্তে ব্যাথা দায়ক হয়। কিন্তু ঐ নারীর স্বামী কিন্তু তখনও সক্ষম থাকে। অনেক সময় কাজের ঝি বা নাতিপুতির সাথে অকাম বদকাম করে ফেলে। আজকের দিনে পেপার পত্রিকায় দাদু নানুর কাছে ছোট ছোট বাচ্চাদের হেনেস্তার কথা খুবই নিয়মিত।

মেডিক্যাল সাইন্সের মতে, একজন পুরুষের ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিত চারটি স্ত্রীলোকের জন্য ঠিক থাকে দৈহিক মিলনের ফলে যেসসব কমন ব্যাকটেরিয়া আদান প্রদান হয়। তার বেশি হলে ভেঙ্গে পড়ে। অতিরিক্ত যৌন মিলন একটা পুরুষকে নি:সন্তান বানাতে পারে। মানে বেশি স্ত্রী থাকাও ক্ষতিকর। হয়ত ইসলাম, এজন্যেই সামর্থবান পুরুষদের একসঙ্গে সর্বোচ্চ ৪ জন স্ত্রী থাকার কথা বলেছে। খেয়াল করলে দেখবেন, হাঁস/মোরগের ক্ষেত্রে ফার্মে ১:৪ অনুপাতে মোরগ মুরগি রাখা হয়। না হলে ডিমে ফার্টাইল হয় না।

মূল প্রসঙ্গে ফিরে আসি। পারিবারিক ভাবেই একজন স্ত্রীর উচিত তার স্বামীকে এক বা একাধিক বিয়ে দেয়া, সেটা নিজের পছন্দ মত। এতে করে যা হবে:
১. স্বামীর চরিত্র ফুলের মত পবিত্র থাকবে।
২. খারাপ জায়গায় টাকা উড়াবে না।
৩. মরনঘাতি রোগ বাইরে থেকে ঘরে বয়ে আনবে না।
৪. পুরুষের দেহ মন ঠান্ডা থাকলে বেশি সম্পদ উৎপাদনমুখী হয়। কারন তখন একটি চ্যালেন্জ মনের মধ্যে থাকে বা চাহিদার কথা বেশি ভাবায়।
৫. কোন স্ত্রীর অকাল মৃত্যুতে তার সন্তানরা সৎমাদের ছায়ায় বড় হয়। অবশ্য একটি সৎমা থাকলে প্রতিহিংসার শীকার হয় সেই বাচ্চাটি।
৬. ঘর সংসার দেখ ভাল করার জন্যে কাজের ঝি রাখতে হয় না। সব স্ত্রীরা মিলে মিশে পরিবার সামাল দেয়া যায়।
৭. বড় স্ত্রী যদি অক্ষম হয়ে পড়ে, তবুও পরবর্তী অপেক্ষাকৃত কম বয়সী স্বতীনরা স্বামীকে পরনারী বা পরকীয়া থেকে বিমুখ রাখতে পারবে। একা একজন নারী হিসেবে একজন পুরুষের সাথে ফাইট করার চেয়ে ৩-৪ জনে ফাইট করা অনেক সহজ।
৮. সমাজে পুরুষের চেয়ে নারীর সংখ্যা অনেক বেশি। একজন নারী হয়ে আর একজন নারীর যদি গতি করতে পারেন, তাহলে পুরুষের হায়েনার দৃষ্টি থেকে তার মান সমভ্রম রক্ষা করতে পারলেন। সেই স্বতীন বা ছোট বউ সারা জীবন হয়ত আপনার সেই উপকারে বিনম্র হয় থাকবে।
৯. একজন এতিম বিবাহযোগ্য মেয়ে, বা বিধবা নারী বা স্বামী পরিত্যাক্তা নারীর জীবনে স্বামী নামের একজন পুরুষের পরিচিতি বা সোসাল আইডেন্টিটি কতটা গুরুত্বপূর্ন বা কতটা প্রয়োজন, সেটা আপনি নিজে ভিক্টিম না হলে বুঝবেন না। স্বামী কে আর একটা নারীর সাথে ভাগাভাগি করা কত যে কঠিন ব্যাপার, সেটা প্রত্যেকটা স্ত্রী জানে। স্বামী হাজার খারাপ হলেও বাঙ্গালী বউরা এ ব্যাপারটা মেনে নিতে চায় না।



এদিক দিয়ে পাকিস্তান বা আফগানিস্তানের বিবাহিত মহিলারা অনেকটা সহন শীল। কারন তাদের বাস্তব জীবন অনেক কষ্টের। স্বামীকে হারানোর চেয়ে তারা স্বামীকে ভাগাভাগি করতে নিজেরাই এগিয়ে আসে। বহু ক্ষেত্রে দেখা যায়, বড় বউ পছন্দমত আরও কয়েক জনের সাথে স্বামীকে বিয়ে দিচ্ছে। নিজেই মার্কেটিং করছে, বিয়ের ব্যবস্থা করছে। ওরা এটাকে স্বামীকে ভালবাসার প্রমান হিসেবে নেয়, স্বামীর ইচ্ছা , সখ আল্লাদ কে সন্মান দেয়। ফলে দেখা গেছে, সামাজিক অবক্ষয় অনেকটাই কমে যাচ্ছে। বেশ্যা পল্লি কমে যাচ্ছে, শিশু নিগ্রহ কমে যাচ্ছে, বলাৎকার বন্ধ হচ্ছে।

যতই পর্দা করা হোক, ধর্মের বেড়ি পায়ে পড়ানো হোক, কঠোর আ্ইন করা হোক, নারীর উপর লীপ্সা কখনই থাামনো যাবে না। পুরুষের টেস্টিক্যাল ভরা থাকলে আর পেনিস ক্লান্ত না হলে ধর্ষণ, পরকীয়া, বলাৎকার, খুন, জারজ সন্তান উৎপাদন বা নেশা, জুয়া বা অনান্য সামাজিক অবক্ষয় কখনই কমানো যাবে না। নারী সমাজকেই এগিয়ে আসতে হবে। স্বতীন বরনে বাস্তববাদী হতে হবে।




This 20-YO Pakistani Man Has Plans To Tie The Knot A Fourth Time & His Three Wives Are Helping

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ৯:১৬

রাজীব নুর বলেছেন: গার্বেজ পোষ্ট।

১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:২৪

অপলক বলেছেন: Garbage comment

২| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৪৬

নতুন বলেছেন: প্রথমত আপনি কয়টা বিয়ে করেছেন?

গ্রাম হলে পাট ক্ষেতে অন্যের বউকে নিবে, ভাই হাটে গেলে ভাবীকে বিছানায় নেবে, প্রবাসী কারও স্ত্রী থাকলে মধ্যরাতে মজা নিবে। শহর হলে রঙ্গিলা হোটেলে ওয়ান সট মেরে আসবে, কলিকদের সাথে মজা নেবে, পাশের ফ্লাটের ভাবীদের ডিস্টার্ব করবে, বউকে বাপের বাড়ি পাঠিয়ে কলগার্ল ডাকবে ইত্যাদি ইত্যাদি।

নারীও তো পাটখেতে যাচ্ছে! তাদের জন্য কি ব্যবস্থা? তাদের ও ৪ টা বিয়ের অনুমুতি দিন?

আপনার কাহিনিতে ভাবীরাও একটা পুরুষে সন্তুস্ত টা তাই তারা ২,৩ পুরুষের বিছানায় যায়!!!


মেডিক্যাল সাইন্সের মতে, একজন পুরুষের ইমিউনি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়মিত চারটি স্ত্রীলোকের জন্য ঠিক থাকে দৈহিক মিলনের ফলে যেসসব কমন ব্যাকটেরিয়া আদান প্রদান হয়। তার বেশি হলে ভেঙ্গে পড়ে। অতিরিক্ত যৌন মিলন একটা পুরুষকে নি:সন্তান বানাতে পারে। মানে বেশি স্ত্রী থাকাও ক্ষতিকর। হয়ত ইসলাম, এজন্যেই সামর্থবান পুরুষদের একসঙ্গে সর্বোচ্চ ৪ জন স্ত্রী থাকার কথা বলেছে। খেয়াল করলে দেখবেন, হাঁস/মোরগের ক্ষেত্রে ফার্মে ১:৪ অনুপাতে মোরগ মুরগি রাখা হয়। না হলে ডিমে ফার্টাইল হয় না।

এইটা কোন মেডিক্যাল সাইন্স? রেফারান্স কই?

যারা সেক্সুয়াল পারভার্ট তারা শরিয়া অনুযায়ী ৪ স্ত্রী রাখবে, মজা কমে গেলে একটা তালাক দিয়ে আবার আরেকটা বিয়ে করে নেবে। জায়েজ ভাবেই। ;)

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৪১

অপলক বলেছেন: নারীও তো পাটখেতে যাচ্ছে! তাদের জন্য কি ব্যবস্থা? <<< স্বামীকে ঘরে রাখতে হবে। মানে একাধিক স্বতীন রাখতে হবে। তাহলে স্বামী বা স্ত্রী কেউই আর পাটখেতে যাবার সুযোগ পাবে না। কেউ না কেউ তো চোখে চোখে রাখবে...

নারীদেরও ৪ টা বিয়ের অনুমুতি দিন? <<< আপনার মা বোন বউ কে অনুমুতি দিলাম। ভারতের গুজরাট, হারিয়ানা বা রাজস্তানে পাঠিয়ে দিন। সেখানে সংসারের সব ছেলের এক বউ। সামাজিক ভাবে বৈধ। সব ভাই ভাবে এটা তার সন্তান। সন্তান ভাল থাকে, সম্পত্তি বেহাত হয় না। আপনিও নিজের বউকে ওরসজাত সব ভাইকে বউ হিসেবে দিয়ে দিন। শুরুটা আপনি করুন বাংলাদেশে। স্বর্নাক্ষরে আপনার নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে।

এইটা কোন মেডিক্যাল সাইন্স? রেফারান্স কই? <<< নেট ঘাটলেই পাবেন। আমি লিঙ্কটা স্টোর করিনি যখন পড়েছিলাম। সেজন্যে দু:খিত।


যারা সেক্সুয়াল পারভার্ট তারা শরিয়া অনুযায়ী ৪ স্ত্রী রাখবে, মজা কমে গেলে একটা তালাক দিয়ে আবার আরেকটা বিয়ে করে নেবে। জায়েজ ভাবেই। <<< সেই তালাক প্রাপ্ত স্ত্রী কি করবে? জনগনের সম্পদ হয়ে রঙিলা হোটেলে দেহ দান করে বেড়াবে? সেটা যদি আপনার বোনের / মেয়ের জীবনে ঘটে, মেনে নিতে পারবেন? জায়েজ করার পন্থা জানেন, তার সাইড ইফেক্ট আর সলুউশন নিয়ে ভাববেন না? সেজন্যেই বলেছি, নারী সমাজের স্বতীন বরণের মন মানসিকতা থাকতে হবে। অনেক সমস্যার সহজ সমাধান চলে আসবে।

৩| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১০:৫০

কিরকুট বলেছেন: আপনার মানব জীবন প্রনালী নিয়ে কোন ধারণাই নাই। আপনি গন্ডা খানেক বিয়া করতে চান করে ফেলান। অহেতুক অবর্জনা দিয়ে ব্লগের পেইজ ভরবেন না।

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:৫৪

অপলক বলেছেন: খুব লাগছে তাই না? সমাজ কে দেখাবেন এক লাইফ পার্টনার নিয়ে জীবন পার করলেন। খুব ভদ্র লোক। এদিকে পরকীয়া করবেন, রঙিলা হোটেলে ঘুরবেন? অথবা কাজের বুয়ার পেটে সন্তান জন্ম দিবেন। আপনার স্ত্রী হয়ত ভাল বংশের। লোক লজ্জার কারনে আপনার সব অপকর্ম জেনেও চুপ চাপ সংসার জীবন কাটিয়ে ফেলবে। সবার কপাল তো আপনার মত নয়।


আপনি গন্ডা খানেক বিয়া করতে চান করে ফেলান। <<< বিয়ে করলে আর ফেলব কেনো? তখন আরাম আর আয়েশ...খাওন আর চো_ _ন। আর কিচ্ছু না... :P

৪| ১৮ ই নভেম্বর, ২০২৫ সকাল ১১:১৪

রাসেল বলেছেন: সমাজের অবনতি হচ্ছে এটা ঠিক, কিন্তু এই অবনতি রোধ করার জন্য আপনার রূপরেখা আমার পছন্দ হয়নি। এই সৃষ্টি কেবল যৌনতার জন্য হয়নি।

পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে নৈতিকতাকে অগ্রাধিকার দেওয়া উচিত। নৈতিকতার উপর ভিত্তি করেই বিচার ব্যবস্থা তৈরি হয়েছিল। সকল ক্ষেত্রে বিচার ব্যবস্থায় নৈতিকতার দৈন্যতা আজকের এই সমাজ।

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০১

অপলক বলেছেন: এই একটাই গুরুত্বপূর্ন এবং চিন্তাশীল মন্তব্য পেলাম। অনেক অনেক ধন্যবাদ।

নদী গতিপথ বদলায়, জীবন তার গল্প / রুপলেখা বদলায়। মানুষের চাহিদার সংজ্ঞা বদলায়। সমাজের যে নীরব ধ্বংস সেটা রোধ করার আমার সীমিত জ্ঞানে একটা উপায় বলেছি। এখনি সময়, নারী পুরুষ সবার নতুন করে ভাবা। তারপর সব চেয়ে ভাল উপায় বাস্তবায়নে অংশগ্রহন করা।

৫| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১২:১৯

শ্রাবণধারা বলেছেন: লেখক বলেছেন: খেয়াল করে দেখবেন, হাঁস/ মোরগের ক্ষেত্রে ফার্মে ১:৪ অনুপাতে মোরগ মুরগি রাখা হয়।

মোরগ ভাই, আপনি ফার্ম থেকে ব্লগে চলে আসলেন কি ভাবে? আর ফার্মে আপনার জন্য কি বিশেষ চারটি মুরগি বরাদ্দ নাকি তারা অন্য মোরগ ভাইদের জন্যও উন্মুক্ত?

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:০৪

অপলক বলেছেন: চোখে আঙ্গুল দিয়ে দেখালাম, তাও তো দেখলেন না। চলে আসেন ফার্মে। স্বচক্ষে দেখবেন। না দেখলে চোখে আঙ্গুল দিয়ে ঘুতা মেরে দেখাব। অন্ধ বানিয়ে দেব। যে চোখ দেখেও দেখে না, সে চোখ থাকার দরকার কি ? X(

৬| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৩৬

নতুন বলেছেন:

১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ১:৫৯

অপলক বলেছেন: .

৭| ১৮ ই নভেম্বর, ২০২৫ দুপুর ২:৩৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: @ ব্লগার শ্রাবণধারা বলেছেন, মোরগ ভাই। B-) :D

৮| ১৮ ই নভেম্বর, ২০২৫ বিকাল ৩:২৯

হাসান মাহবুব বলেছেন: ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.