| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
আমি শুধু বিভাগীয় শহরের কেন্দ্রে থাকলেই বাংলাদেশ বেতার বা আঞ্চলিক বেতার সংযোগ পাই। হাতে গোনা কিছু এলাকায় Fm radio শুনতে পাই। কয়েক কিমি ব্যবধানে আর কোন সংযোগ থাকে না, যতই উচু ভবনে উঠি না কেন।
তথ্য বলছে দেশে ১২টি আঞ্চলিক কেন্দ্র রয়েছে, যার মধ্যে কিছু রিলে স্টেশন হিসেবে কাজ করে। বাংলাদেশ বেতারের অনেকগুলো রিলে স্টেশন রয়েছে, যার মধ্যে ঢাকা, বরিশাল, রংপুর, সিলেট এবং খুলনা উল্লেখযোগ্য। এই রিলে স্টেশনগুলো প্রধানত আঞ্চলিক কেন্দ্র হিসেবে কাজ করে, যা জাতীয় সম্প্রচারকে আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে।
তথ্যে নিশ্চিত করা হয়নি, ঐ ১২ টা অঞ্চলের বৃস্তিতি কতটুকু? বা রেডিও ফ্রিকুয়েন্সির কাভাজের কতটুকু? আমার কথা হল,
১৮ কোটি জনগন কি শুধু বিভাগীয় শহরেই থাকে? নাকি সারা দেশের ৬৪ জেলায় থাকে? দেশের যে কোন বর্ডার এলাকায় যান, একটু টুইনিং করলেই ইন্ডিয়ান রেডিও চ্যানেল শোনা যায়, একদম ক্লিয়ার। বাংলাদেশ পারে না কেন?
এসি রুমে বসে নীতি নির্ধারক হলে যা হয় আর কি। ওনারা নিজের হাতে মোবাইল থাকলেই ভাবে, সবার হাতে মোবাইল আছে। আবার নিজের মোবাইলে ইন্টারনেট থাকলেই, মনে করে সবার মোবাইলে ইন্টারনেট আছে?
আরে ভাই... এক মাসের ইন্টারনেট প্যাকেট কিনতে ১ মন ধান বিক্রি করা লাগে অথবা ২ বস্তা আলু বিক্রি করা লাগে। ক্ষমতার গদিতে বসলে আমজনতার কথা আর কারও হুস থাকে?
২২ শে নভেম্বর, ২০২৫ রাত ১১:৫৬
অপলক বলেছেন: সঠিক কথা নিয়ে লেখা, তাই পাঠক নেই। শাকিব খানের ৩নং বউয়ের নিউজ নিয়ে করলে ... সবাই ঢু মারত। মন দিয়ে পড়ত। বাঙ্গালীরা চায় শুধু বিনোদন।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০২৫ দুপুর ২:০৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
কথা তো ঠিকই।