নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সাদামাটা মানুষ। ভালবাসার কাঙ্গাল। অল্পতেই তুষ্ট। সবাই আমাকে ঠকায়, তবুও শুরুতে সবাইকে সৎ ভাবি। ভেবেই নেই, এই মানুষটা হয়ত ঠকাবেনা। তারপরেও দিনশেষে আমি আমার মত...

অপলক

তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।

অপলক › বিস্তারিত পোস্টঃ

বিশেষজ্ঞ কারা বা বিশিষ্ট জন কারা? আমি নই কেন?

২২ শে নভেম্বর, ২০২৫ রাত ৮:১৮



নিউজ চ্যানেল বা পত্রিকা খুললেই দেখা যায়, বিশিষ্টজনরা অমুক বলেছেন, তুমুক বলেছেন বা অমুক সরকারী সিদ্ধান্তে একমত নয়। উদাহরণ স্বরুপ সেদিন দেখলাম, ১০৭ জন বিশিষ্ট নাগরিক বন্দর ইজারার চুক্তি বাতিল চান। বাতিল চাওয়ার ওরা কে? ওরা কি জন- প্রতিনিধি? ওরা কি আমার আপনার আকঙ্খার প্রতিচ্ছবি?

এই ১০৭ জন কোন বালেশ্বর চিনলাম না, বুঝলামও না। কোথা থেকে এলো এরা? এরা কে? বিশিষ্ট নাগরিক হবার যোগ্যতা কি? রাষ্ট্রীয় যন্ত্রে হাত দেবার ওদের অধিকার কত টুকু?

আবার দেশের ইনফ্রাস্টার্কচারের কিছু হলে বা কোন বিজ্ঞানভিত্তিক ইস্যু মিডিয়ায় এলে শুনতে হয় বিশেষজ্ঞরা এটা বলেছেন, ওটা বলেছেন... হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা মুজিবের বেটিক সাদি করেঙ্গা... টাইপের কথা বার্তা।

ভাইরে ভাই... এই সর্বময় সর্ব বিষয়ে পারদর্শী, সর্ব জানতা বিশেষজ্ঞরা বাংলাদেশে বসে বসে কি করে? এরা NASA তে যায় না কেন? এরা কার কি তুলে বেড়ায় এই গরীব দেশে? যেখানে জাফর ইকবাল ভাত পায় না, সেখানে এরা কারা?

হাসিনা বুবু পালাইল, হাসিনার আমলের সেই বিশিষ্টজন আর বিশেষজ্ঞদের রেখে গেল কেন? সফুদার মত টাকা থাকলে এদেরকে ব্রাক্ষ্মনবাড়িয়ায় পাঠায়ে দিতাম। মাথার ঘেলু বের হয়ে গেলে হমায়েতপুরে।

তা না হলে, কারও কাছে ঐ সব ত্যানা চেড়া বিশিষ্টজন আর বিশেষজ্ঞদের লিস্ট থাকলে আমাকে দেন, উত্তর কোরিয়ায় ১ বছরের জন্যে পাঠায় দিতাম। পাছায় কত তেল, সব বের হয়ে যেত... যত্তসব। টকশো তে এই সব আবালদের আনা বন্ধ করেন তো... দেশের সম্পদ নষ্ট।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:০৭

কলাবাগান১ বলেছেন: দেশের আভ্যন্তরীন আয় বাড়ানোর জন্য সরকার নানা রকম পদক্ষেপ নিয়েছে....তার মাঝে একটা উল্লেখযোগ্য খাত হল বন্দর থেকে আয় না বাড়িয়ে আয়ের উল্লেখযোগ্য অংশ প্রফিট হিসাবে বিদেশী কোম্পানির বিদেশে পাঠানোর ব্যবস্হা!!!!!! X((

২৩ শে নভেম্বর, ২০২৫ রাত ১২:২৮

অপলক বলেছেন: প্রাইভেট ভার্সিটিতে আমরা কখনও কখনও অন্য ভার্সিটি থেকে প্রফেসর / লেকচারার / ট্রেইনার হায়ার করে আনি। দিন শেষ বা কোর্স শেষে অনেক টাকা নিয়ে উধাও হয়ে যায়। এতে ঐ প্রাইভেট ভার্সিটির লাভ কি? একই কথা চিন্তা করুন বন্দর ইজারা দেবার ক্ষেত্রে।

কোন কম্পানি/প্রতিষ্ঠান লাভ ছাড়া কাজ করে না। সেটি দেশি হোক বা বিদেশি। GP/Banglalink ও প্রফিট দেশের বাইরে পাঠায়। আমাদের দেখা উচিত কোয়ালিটিফুল সার্ভিস পাচ্ছি কি না, রাষ্ট্র বেনিফিটেড হচ্ছে কি না। চুক্তির মেয়াদ শেষে আমরা সেই টেকনোলজি ব্যবহারের উপযুক্ত হয়েছি কি না?

বর্তমানের কর্মজীবীরা বলেছে, আমরা ম্যানুয়ালী কাজ বেশি করি । যদি অটোমেটেড আধুনিক যন্ত্রপাতি ব্যবহার হয, তবে অনেকে চাকরী হারাবো। সেই ভয় থেকে আন্দোলন শুরু। এই মায়া দেখাতে গিয়ে দেশকে তো পিছিয়ে ফেলার কোন মানে হয় না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.