| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ইতিহাস অনুযায়ী প্রয়োজনের তাগিতেই দুনিয়ার বহু রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, কূটনীতিক, চিকিৎসক এক কথায় বিশিষ্ট ব্যক্তিদের হত্যা করা হয়েছিল। এমন জায়গায় এমন সময়ে তা করা হয়েছে, যেখানে ঐ ব্যক্তির বলয় রেখা একটু দুর্বল। বেশিরভাগ ক্ষেত্রে কাছের মানুষ গাদ্দারি করাতে খুনের শিকার হওয়া সহজ হয়েছিল।
এজন্য সাদ্দাম হোসেন কাউকেই বিশ্বাস করতেন না। গাদ্দাফীও তাই। অন্যদিকে মহাত্ম্যা গান্ধী কিছুটা উদার ছিলেন। তিনি ঝুকি থাকা স্বত্বেও গনমানুষের খুব কাছে চলে যেতেন। শেষ পরিনতি খুন । ভক্ত সেজে প্রণাম করে, মহাত্ম্যা গান্ধীর আর্শিবাদ নিয়ে খুব কাছ থেকে নাথুরাম গানডে গান্ধীকে হত্যা করেন। আমাদের হাদীরও একই রকম ঘটনা ঘটলো।
রাজনীতিকরা দেশে বিদেশে উভয় জায়গাতেই খুন হন। বিদেশের মাটিতে খুন করা কিছুটা সময় সাপেক্ষ , তবে তথ্য ধামাচাপা দেয়াও সহজ।
রাজনীতিক যারা বিদেশে খুন হয়েছিলেন:
লিওন ট্রটস্কি (সোভিয়েত ইউনিয়ন/রাশিয়া): ১৯৪০ সালে মেক্সিকোতে নির্বাসিত থাকা অবস্থায় স্ট্যালিনের এক এজেন্টের হাতে তিনি নিহত হন।
হাসান প্রিশতিনা (আলবেনিয়া): আলবেনিয়ার এই প্রাক্তন প্রধানমন্ত্রী ১৯৩৩ সালে গ্রিসের থেসালোনিকিতে আততায়ীর গুলিতে নিহত হন
অরচডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্দ (অস্ট্রিয়া-হাঙ্গেরি): ১৯১৪ সালে বসনিয়ার সারায়েভো সফরে থাকা অবস্থায় তিনি সর্ভ আততায়ীর হাতে নিহত হন, যা প্রথম বিশ্বযুদ্ধের সূত্রপাত ঘটায়
রাফাত হারিরি (Rafik Hariri): লেবাননের এই প্রাক্তন প্রধানমন্ত্রী ২০০৫ সালে বৈরুতে এক শক্তিশালী ট্রাক বোমা হামলায় নিহত হন,
কাসেম সোলেইমানি (Qasem Soleimani): ইরানের এই শীর্ষ সামরিক জেনারেল ২০২০ সালে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন।
শেখ মুজিব বা জিয়াউর রহমান নিজ দেশেই খুন হয়েছেন। কেন সেটা কমবেশি আমরা সবাই জানি। আবার কলকাতায় বাংলাদেশে মন্ত্রী আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছে। বলা হলো, ব্যবসায়ীক কোন্দলে নিজের বন্ধু মন্ত্রীকে খুন করেছে। ভুয়া কথা।
ব্রুসলিকে খুন করা হল কলগার্ল দিয়ে। বলা হলো পেইন কিলার থেকে এলার্জি, সেখান থেকে cerebral edema (brain swelling) হয়ে মারা গেছে।
Kim Jong Nam কে হত্যা করেছিল, তার ছোট ভাই Kim Jong Un মালেশিয়াতে, এয়ারপোটে বিষ ছিটিয়ে । কিন্তু মৃত্যুর পর তার দেহে কোন বিষ খুজে পাওয়া যায়নি। সাধারন হার্টএ্যাটাকে মৃত্যু হয়েছে বলা হয়েছিল।
বিশিষ্ট লেখক হমায়ূন আজাদ খুন হলেন বিদেশে। বলা হলো পার্টি গার্লকে নিয়ে ফুর্তি করার সময় হার্ট এ্যাটাক হয়েছে।
হমায়ূন আহমেদকে খুন করা হলো সম্পত্তির লোভে, চিকিৎসার নামে বিদেশে নিয়ে চেয়ার থেকে ফেলে দিয়ে। মেঝেতে ফেলে রেখে ২ ঘন্টা পরে ভিন্ন ভিন্ন হসপিটালে ঘুরে ঘুরে কালক্ষেপন করে প্রতিভাবান মানুষটাকে শেষ করে দেয়া হল।
জানি না কেন যেন মনে হচ্ছে, হাদীকেও উন্নত চিকিৎসার নামে সিঙ্গাপুরে নিয়ে গিয়ে মেরে ফেলা হল। দেশে তো তার অবস্থার উন্নতি হচ্ছিল। সিঙ্গাপুরে নেবার ৪ দিনের মাথায় কেন মারা গেল? বিদেশের মাটিতে জামাত শিবির বা বিএনপি খুন করার মত কলকাঠি নাড়ার কথা না।
'র' কি সেখানেই সহজে খেলা শেষ করে ফেলল? জানিনা কেন, ভারত সরকার ১৬ ডিসেম্বর একটি জরুরী আদেশে ইন্ডিয়ান ভিসা কার্যক্রম ১৭ তারিখ থেকে বন্ধ ঘোষনা করল বাংলাদেশে। আবার সকল ভারতীয় প্রবাসী যারা বাংলাদেশে আছে, তাদেরকে সতর্ক অবস্থানে যেতে বলা হল। ভারত কি ১৬ তারিখেই নিশ্চিত হয়ে গিয়েছিল, হাদীর মৃত্যুর কথা? আজকের জালাও পোড়াও কি ভারতের কটু চালে ছড়িয়ে পড়েছে?
শেষ কথা হল, একটা সৎ মানুষের রাজনৈতিক প্রতিভার অকাল অপমৃত্যু ঘটালো। জালাও পোড়াও ঘটনায় দেশের ভাব মূর্তি নষ্ট হচ্ছে। সামনে হয়ত নির্বাচন হতে দিতে চাচ্ছে না ভারত।
রহস্যজনক দুর্ঘটনায় নিহত বিশ্ব নেতাদের তালিকা
পৃথিবীর আলোচিত ১০ রাজনৈতিক হত্যাকান্ড
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:৩৪
অপলক বলেছেন: প্রতিধ্বনি করলাম: স্বাধীনতার ৫৪ বৎসর পরও আর কত আত্নাহুতি দিতে হবে আমাদের ? কবে আমরা ঈমানদার ও সৎ হবো নিজের জন্য , জনগণের জন্য , দেশের জন্য ???
©somewhere in net ltd.
১|
১৯ শে ডিসেম্বর, ২০২৫ রাত ১০:২৯
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমাদের সংগ্রাম চলছে চলবে
সৎ মানুষের খোঁজে
............................................................
স্বাধীনতার ৫৪ বৎসর পরও আর কত
আত্নাহুতি দিতে হবে আমাদের ?
কবে আমরা ঈমানদার ও সৎ হবো
নিজের জন্য , জনগণের জন্য , দেশের জন্য ???