| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অপলক
তত্ত্ব, তথ্য ও অনুভূতি ভাগাভাগি করা আমার অভিপ্রায়। কারও যদি ইচ্ছে হয় তবে যে কেউ আমার এই ব্লগের যে কোন কিছু নিজের সংগ্রহে রাখতে পারে।
ঠিক জানি না সামুর দেখভাল কারা করছেন বা কোন নিক নামে ওনারা লেখা লেখি করেন। মাঝে মাঝে তাদের উপস্থিতি বোঝা যায়, মডারেশন একটিভিটি দেখে। যেমন, কারও মডারেমন স্ট্যাটাস আপডেট হয়, কেউ ব্যান্ড খায় বা মন্তব্য সরিয়ে ফেলা হয়। অথবা নির্বাচিত পোষ্ট সিলেক্ট করেন তারা।
গত ১ মাসে বহু সুন্দর নান্দনিক ব্লগ পোস্ট হয়েছে সামুতে। কিন্তু একটাও নির্বাচিত তালিকায় আসেনি। অথচ তার আগে কখনও কখনও সামান্য ছবি ব্লগও সেই তালিকায় যেত। একদিনে ২-৩টি পোস্ট সিলেক্ট হয়েছে গত ১৫ বছরে এমনও দেখেছি।
কিন্তু ০৯ নভেম্বর ২০২৫ এর পর আর কোন সাড়াশব্দ পাচ্ছি না। কারন টা কি? ওনারা কি চুক্তি ভিত্তিক চাকরী করেন? নাকি সবাই একসাথে পিকনিকে গেছেন? কেউ জানলে আমার এই আগ্রহের পিপাসা মিটাবেন আশাকরি।
অগ্রিম ধন্যবাদ।
২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৫৪
অপলক বলেছেন: অনেক ধন্যবাদ অপু ভাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০২৫ রাত ৯:৪৮
অপু তানভীর বলেছেন: সামুতে বর্তমানে কোন নিয়মিত মডু সক্রিয় নেই। আপনার কোন সমস্যা থাকলে আপনি মেইল করে জানাতে পারেন অথবা গ্রুপে জানাতে পারেন। মেইল পেলে ব্লগ টিমের কেউ আসবে এবং সমাধানের চেষ্টা করবে। তবে সেটা কত সময় নেবে সেই ব্যাপারে কোন নিশ্চয়তা নেই।