![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নর্থ সাউথ ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এবং ইকোনমিক্স বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে উচ্চশিক্ষাখাতে আমেরিকান অনুমোদন অনুমোদন পেলো । এনএসইউ ACBSP অর্থাৎ Accreditation Council for Business Schools and Programs এর সিলভার ক্যাটাগরিতে অনুমোদন পেলো । এর ফলে উত্তর আমেরিকার দেশগুলোতে মাস্টার্স , পিএইচডি অথবা ক্রেডিট ট্রান্সফার এ নর্থ সাউথ এর শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে বাংলাদেশী শিক্ষার্থীদের মধ্যে ।
উল্লেখ্য যে , তিনটি ক্যটাগরীতে এই অনুমোদন দেওয়া হয় । নর্থ সাউথ ইউনিভার্সিটি এর মধ্যে দ্বিতীয় ক্যটাগরীতে অর্থাৎ দ্বিতীয় ধাপে এই
অনুমোদন পেলো । পাঁচটি মানদণ্ডের ভিত্তিতে এই অনুমোদন দেওয়া হয় - নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা , ছাত্র এবং অন্যান্য স্টেকহোল্ডারের , মূল্যায়ন , ফ্যাকাল্টি সদস্য ও কর্মী, এবং শিক্ষা ও ব্যবসা পরিচালনার পদ্ধতি । অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার জন্য কঠোর প্রস্তুতি , পুঙ্খানুপুঙ্খ পরিদর্শন এবং যত্নশীল পর্যালোচনা দ্বারা একটি বছর পর্যবেক্ষণের পর , ACBSP এনএসইউ এর অ্যাক্রেডিটেশন মঞ্জুর করে । ২০১৫ সালে পরিপূর্ণভাবে অনুমোদন পায় এনএসইউ ।
নর্থ সাউথ এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় এটি একটি ঐতিহাসিক অর্জন ।
সূত্র - http://www.acbsp.org/?page=membership_list
http://www.daily-sun.com/printversion/details/94839/NSU-Business-School-achieved-American-accreditation
https://bangladeshiprivateuniversity.wordpress.com/2016/02/16/nsu-sbe-achieved-acbsp-accreditation/
১৭ ই জুন, ২০১৬ রাত ২:০৭
অর্বাচীন শহর বলেছেন: অবশ্যই । শিক্ষা ব্যাবস্থায় আধুনিকায়নে গুরুত্ব অপরিসীম ।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৬ রাত ১২:৪০
রাকীব হাসান বলেছেন: ভাল খবর ..