নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শহুরে জীবনে অর্বাচীন আমি । ব্লগে এটাই আমার পরিচয় ।

অর্বাচীন শহর

অর্বাচীন শহর › বিস্তারিত পোস্টঃ

অনভিজ্ঞ ফুটবল ফ্যান এর ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর ব্রেক্সিট এবং UEFAর মধ্যে পার্থক্য

২৪ শে জুন, ২০১৬ রাত ১১:১৯

অনেক অনভিজ্ঞ ফুটবল ফ্যান বলছেন ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বের হয়ে গিয়েছে বিধায় , তারা হয়তোবা ভবিষ্যতে ইউরো টুর্নামেন্ট এ খেলতে পারবে না ।
প্রকৃতপক্ষে , এই ধারণা পুরোপুরি অমূলক ।
ইউরোপিইয়ান ইউনিয়ন বা ইইউ হচ্ছে একটি আঞ্চলিক বা মহাদেশীয় সহযোগীতামূলক সংস্থা । অনেক্যটা আমাদের সার্ক এবং দক্ষিণপূর্ব এশিয়ার আসিয়ানের মতন । ইইউ এর কাজের পরিধী হচ্ছে রাজনৈতিক এবং অর্থনৈতিক । সামরিক এবং খেলাধুলার দিক দিয়ে তাদের কোন কাজ নেই ।
ইউরোপিইয়ান ইউনিয়ন বা ইইউ এর ব্যাপ্তি হচ্ছে শুধুমাত্র ইউরোপের ভৌগলিক অবস্থা অনুযায়ী । কিন্তু ইইউ সার্ক ও আসিয়ানের তুলনায় অনেক বেশি এফেকটিভ । এমনকি ইইউ এর অভিন্ন মুদ্রাও রয়েছে । তাদের আলাদাভাবে রাষ্ট্রদূত ও রয়েছে । ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)ভুক্ত দেশগুলোর নাগরিক নিজেদের মধ্যে কোন ভিসা ছারাই এক দেশ থেকে আরেক দেশে যাতায়াত করতে পারে ।
আর ইউরোপ এর ফুটবল খেলার দেখভাল করে UEFA . ইউরোপ মহাদেশের সকল দেশই UEFAর আন্ডার এ ফুটবল খেলে । তুরস্ক এবং রাশিয়ার আয়তনের অর্ধেক ইউরোপ , অর্ধেক এশিয়ায় কিন্তু তারা খেলে ইউরোপ এ । এমনকি এশিয়ায় ইসরায়েল ও ইউরোপ এর উয়েফার আন্ডার এ খেলে । কারণ , ফুটবল এর মানের দিক দিয়ে UEFA পৃথিবীর এক নাম্বার ।
একটা জিনিস মনে রাখতে হবে , রাশিয়া কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)ভুক্ত দেশ নয় । এমনকি তারা কোনদিন যাবেও না । কারণ রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক দিয়ে রাশিয়ার কোন দরকার নেই ইইউ কে । কিন্তু রাশিয়ার দরকার উয়েফা। নিজেদের আয়তনের অর্ধেকের বেশি এশিয়ায় পরার পরেও রাশিয়া UEFA তে খেলে , কারণ গুনগত মানের দিক দিয়ে এটিই পৃথিবীর সেরা ফুটবল অঞ্চল এর নিয়ন্ত্রক সংস্থা ।
আবার , তুরস্ক এবং আলবেনিয়া এইবার ইউরোতে খেলতেছে । কারণ , ইউরো UEFAর টুর্নামেন্ট । এবং তারা UEFAর সদস্য হিসেবে যোগ্যতা দেখিয়েই ইউরোতে খেলার সুযোগ পেয়েছে । কিন্তু , এই দুটি দেশ ইইউ ভুক্ত দেশ নয় । কারণ , ইউরোপিইয়ান ইউনিয়ন এর সদস্য হতে হলে শক্তিশালী অর্থনীতির রাষ্ট্র হতে হয় এবং উন্নত রাষ্ট্রের তকমা থাকতে হয় । তুরস্কের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী এবং সামরিক দিক দিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী কিন্তু তারা উন্নত রাষ্ট্র নয় , অর্থনীতি শক্তিশালী হলেও ইউরোপিয়ান ইউনিয়ন স্ট্যান্ডার্ড নয় । তাই তারা চেষ্টা করেও এখনো ইইউ ভুক্ত হতে পারে নায় । হয়তবা , অচিরেই পারবে । আলবেনিয়ার অর্থনীতি এতোটা শক্তিশালী নয় , এবং ইউরোপ এর সবচেয়ে কম উন্নত রাষ্ট্রের মধ্যে একটা , তাই তারাও এখনো ইইউ ভুক্ত হতে পারে নি । যেরকম ভাবে কসভো UEFAর সদস্য কিন্তু ইইউ ভুক্ত দেশ নয় ।
আর একটি কথা , ব্রিটেন এর আন্ডারে কিন্তু ইংল্যান্ড , ওয়েলস , আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড । ব্রিটেন কিন্তু একটি রাষ্ট্র নয় , একাধিক রাষ্ট্রের সমষ্টি যুক্তরাজ্য UNITED KINGDOM । তাদের কারোরি , ইউরো খেলতে কোন সমস্যা নেই , কারণ তারা UEFAর সদস্য ।
সো , ইংলিশ লিগ , ওয়েলস , আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড এর লিগ সব আগের মতোই চলতে থাকবে ।

ইউরোপিইয়ান ইউনিয়ন (ইইউ) এর আগে সদস্য সংখ্যা ছিল ২৮ টা , এখন থেকে ২৭ টা । কিন্তু ইউএফার আগের মতই ।
যা , পরিবর্তন হবে শুধুমাত্র ব্রিটেন এবং ইউরোপের রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবর্তন । কারণ , UEFA এবং ইইউ দুটিই আলাদা কনছেপট । যদি কোন সমস্যা হয় , সেটা হবে ওয়ার্ক পারমিট নিয়ে কারণ , তখন ইইউভুক্ত দেশগুলোর ওয়ার্ক পারমিট নেওয়া ফুটবল প্লেয়ার যাদের কিনা ইউকেতে ওয়ার্ক পারমিট নেই , তাদের ব্রিটেন এসে খেলতে সমস্যা হবে । কারণ , ইইউভুক্ত দেশগুলোর ওয়ার্ক পারমিট পাওয়া যে কেও ইইউভুক্ত দেশে জীবিকা নির্বাহের জন্য যেকোন কাজ করতে পারে । কিন্তু ইইউতো এখন নেই । সো , ২০১৮ এর পর ব্রিটেন এর বাইরে থেকে খেলতা আসা খেলোয়াড়দের সমস্যা হতে পারে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.