নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অনেক বড় একটা গুন আছে। যা নিয়ে আমি বেঁচে আছি । কারও কাছে যখন কোন কিছু চেয়ে না পাই, তখন আমি ভাব নিয়ে বসে থাকি। আর হ্যাঁ, আমার কাছে কেউ কিছু চাইলে আমি তা দেইনা। কারন, দুঃখিত আমি খুব বেশি স্বার্থপর।

অর্ক আহসান

অর্ক আহসান › বিস্তারিত পোস্টঃ

নতুন দিনের সূর্যোদয়

১২ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩১

আজ কেন জানি খুব মন খারাপ আমার সপ্নের নায়ক, বিদ্রোহী অনিমেষের।

সে আজ আমার সাথেও কথা বলছেনা। কোন কিছু জিজ্ঞাস করলেও, কোন উত্তর দিচ্ছেনা।

মনে পড়লো লতার কথা। আপনার সপ্নের নায়ক, বিদ্রোহী অনিমেষের নায়িকা লাতারকথা। যে কিনা আজ পঙ্গু অনিমেষ এর, সপ্ন অর্ক মিত্রকে নিয়ে বেঁচে আছে, যুদ্ধ করছে, এ সমাজের সাথে, যেখানে কোন বিচার নাই, যেখানে কোন সৎ মানুষ নাই, আছে শুধু দালাল, যারা এ সোনার দেশ - কে শুষে শুষে খাচ্ছে।

আর বমি করছে মিথ্যা, অসৎ, কুৎসিত কালো কয়লা। কয়লা ধুলে কয়লা বের হয়। তাহলে কি এর ভবিষ্যৎ। সব অন্ধকার। আর এ সব ভেবে, আমার সপ্নের নায়ক, বিদ্রোহী অনিমেষের মন খারাপ। তাই তাকে পাঠালাম লাতার কাছে। সেই শুধু পারে অর্ক কে বাঁচাতে, এ কালো কয়লা থেকে। আর অনিমেষ কে একটু সুখের গল্প শোনাতে।

ধিক তোমায় এ বঙ্গ মাতা, কি করছ তুমি, গিলে ফেল এদের, আমি জানি তুমি পারবেনে। কারন তুমি পার নি নির্দোষ বাকের ভাই কে বাঁচাতে। পার নি, শুভ্রর মতো সুন্দর মনের মানুষদের চখের আলো ধরে রাখতে।

তারপর বেঁচে আছি, আমার সপ্নের নায়ক, বিদ্রোহী অনিমেষ কে নিয়ে। যে বেঁচে থাকবে। ভাঙবে কিন্তু পড়ে যাবেনা । কারন অর্ক মিত্র আছে, তো হাল ধরার জন্য, ভবিষ্যৎ এর পাঞ্জেরি হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.