নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অনেক বড় একটা গুন আছে। যা নিয়ে আমি বেঁচে আছি । কারও কাছে যখন কোন কিছু চেয়ে না পাই, তখন আমি ভাব নিয়ে বসে থাকি। আর হ্যাঁ, আমার কাছে কেউ কিছু চাইলে আমি তা দেইনা। কারন, দুঃখিত আমি খুব বেশি স্বার্থপর।

অর্ক আহসান

অর্ক আহসান › বিস্তারিত পোস্টঃ

গান ও গল্প

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

হঠাৎ যখন সন্ধ্যা নেমে আসে, আকাশ পানে চাঁদ মুচকি হাসে।
আঁধার যখন গভীর হতে চায়, সময় যখন এমনি বয়ে যায়।



এদানিং অবশ্য, আমার নিজের সময়ও এমনি বয়ে যায়, রাতের আকাশে হাজার তারার ভিড়ে আমি একাকী হারিয়ে যাই। আনমনে অবাক হই আর ভাবি, হারিয়ে যেতেও কি সঙ্গী লাগে? যদি তা-ই হয়, আমি অপেক্ষায় আছি।

নিজের ঘরে নিভিয়ে বাতি, রাত্রি আমি থাকবো তোমার সাথী, কারণ এখন আর কেউ গভীর রাতে মুঠোফোনে কেউ আমায় মনে করিয়ে দেয় না, আজ কোজাগরী পূর্ণিমা। আজকাল তাই জ্যোৎস্না অধরাই থেকে যায়। সেই জ্যোৎস্নায় স্নানের অপেক্ষায় আছি।

রাত্রিবেলা স্বপ্ন দেখি আমি, রাত্রিবেলা আঁধার জলে নাম, রাত্রিবেলা বাহিরপানে চাই, রাত্রিবেলা তেপান্তরে যাই, রাত্রিবেলা মর্মে বাজে গান, রাত্রিবেলা রক্তে আসে বাণ, রাত্রি তুমি মনচাষীদের খামার, রাত্রি তুমি আমার, শুধু আমার।

দিনকে যখন সবাই ভালোবাসে, রাত্রি আমি থাকবো তোমার পাশে। নিজের ঘরে নিভিয়ে বাতি, রাত্রি আমি থাকবো তোমার সাথী। গভীর রাতে, যখন আমার এলোমেলো ভাবনাগুলো ক্লান্ত হয়ে আমার মধ্যেই মিশে যায়, যখন অচেনা সুরে আমি গাই কষ্টগুলো, নিয়ন আলোর বর্ণমালায় লিখা কবিতাটা যখন অপিরিচিত মনে হয়, তখন কেউ আমায় ছুঁয়ে দেয় না।

আমি অপেক্ষায় আছি, সেই ভালোবাসার স্পর্শের। কারণ, সকাল আবার আসবে জানি কাল, পুবের আকাশ পড়বে সিঁদুর লাল। সেই আকাশে মিলবে কিন্তু চাঁদ, সেই আকাশে মিলবে মায়ার ফাঁদ

গানের লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=d0VuuVqNDJU

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.