নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার অনেক বড় একটা গুন আছে। যা নিয়ে আমি বেঁচে আছি । কারও কাছে যখন কোন কিছু চেয়ে না পাই, তখন আমি ভাব নিয়ে বসে থাকি। আর হ্যাঁ, আমার কাছে কেউ কিছু চাইলে আমি তা দেইনা। কারন, দুঃখিত আমি খুব বেশি স্বার্থপর।

অর্ক আহসান

অর্ক আহসান › বিস্তারিত পোস্টঃ

খুব বেশি স্বার্থপর

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

ঢাকা শহরের মতো বিশাল এক শহরে আমার বসবাস । যেখানে নাকি টাকা উড়ে বেড়ায়, শুধু টাকা ধরার কৌশল জানতে হয়। ছোট বেলায় আমার চাহিদা ছিল মাত্র দুই টাকা। কিছু টাকার জন্য কারও কাজ করে দেয়া ছিল আমার কিছে সাধারন ব্যাপার ।



এমনকি প্রয়োজনে টাকা না পেলে চুরি করা । যদিও আমার পরিবার বাংলাদেশের অনেক পরিবারের চেয়ে সচ্ছল ।

= দুঃখিত আমি চোর।

আমি ছোট বেলা থেকে একা থাকতে পছন্দ করতাম । কারও ভালবাসা পেলে তা আমার কাছে করুনা মনে হত । কারও চাওয়া পাওয়ার জন্য আমি কখনও কষ্ট সহ্য করতে রাজি ছিলাম না, এখন নই । আর আমি কোন দিন কউকে ভাল বাসতে পারিনি । যদিও আমার স্যার আমাকে বলেছিলেন ------

“অর্ক তুমি মানসিক ডাক্তার দেখাও , তোমার সমস্যা আছে”

= দুঃখিত আমি পাগল।

আমার কাছের এক মানুষ সব সময় আমাকে বলে, আমি অনেক অপরিষ্কার । তাকে বলার কিছু নাই। যার মাস চলতে হয় ৫০০০ থেকে ৬০০০ টাকায় । সে কিভাবে ঢাকা শহরের এক নামকরা বিশ্ববিদ্যালয় এ পরে সাবান , পারফিউম , ফেস-ওয়াশ , ক্রিম , স্পট ক্রিম কিনবে। আর মেস মালিক.........।। সে তো আছে। পানির বিল দিয়ে পানি কিনে যাকে গোসল করতে হয়, সেই জানে, পানির চেয়ে বড় আর কোন বডি ওয়াশ দুনিয়া জুরে নেই।

= দুঃখিত আমি অনেক নোংরা।

আমার গলার স্বর নিয়ে অনেকের অনেক সমস্যা । আমার স্বর নাকি মেয়েদের মতো । এটা নিয়ে আমার বলার কিছু নাই । তবে আমার এক ফ্রেন্ড এর আছে । “ওর মেয়ে বন্ধু আমার সাথে একদিন কথা বলে, ওর সাথে সম্পর্ক শেষ করে আমার সাথে কথা বলার চেষ্টা করে”

= দুঃখিত আমার গলার স্বর মেয়েদের মতো।

আমার অনেক বড় একটা গুন আছে । যা নিয়ে আমি বেঁচে আছি । কারও কাছে যখন কোন কিছু চেয়ে, না পাই । তখন আমি নিজের স্বার্থ নিয়ে ভাব নিয়ে বসে থাকি । কারন এর চেয়ে বড় কাজ আর হয়না । আর একটা কথা আমার কাছে কেউ কিছু চাইলে আমি তা , দেইনা, কারন।

= দুঃখিত আমি খুব বেশি স্বার্থপর।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩২

দ্যা ফয়েজ ভাই বলেছেন: এত দুঃখিত!!!!!
আহারে,ছেলেটা শুধুই ভুল করে,এরপর সবার কাছে ক্ষমা চায়। ;)

০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৯

অর্ক আহসান বলেছেন: কি আর করার ভাই, ভুল করলে তো ক্ষমা চাইতেই হবে। তাই না? B-) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.