| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কান্দে শুধু মন কেন কান্দের, যখন সোনালী রূপোলী আলো, নদীর বুকে বাসা খোঁজেরে 
দখিনা বাতাসের তোড়ে, খয়েরী ডিঙ্গার পাল ওড়ে রে
ঢেউয়ের তালে নাচে ডিঙ্গা, ঝিলমিল নদীর কূলে আসিরে
কান্দে তবু মন কেন কান্দেরে, যখন সোনালী রূপোলী আলো, নদীর বুকে বাসা খোঁজেরে
মাইনষের স্বপন, ঘুনে ধরা বইঠা যেন, দুমড়ায় মুচড়ায় যায়, সব বন্ধুরে
কান্দে শুধু মন কেন কান্দেরে, যখন সোনালী রূপোলী আলো, নদীর বুকে বাসা খোঁজের
ব্যান্ড - ভূমি (কলকাতা), এ্যালবাম - যাত্রা শুরু।
চাইলে গানটা একবার শুনেও নিতে পারেন https://youtu.be/O2A2VaJrXvE
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৫
অর্ক আহসান বলেছেন: ধন্যবাদ, কিন্তু, এটা আমার নিজের ফটোগ্রাফি না।
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:২৬
মাকার মাহিতা বলেছেন: ছবিটা দারুন।