![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নারীরা বাসে ধর্ষিত হয়, নারীরা প্রেমের প্রস্তাব প্রত্যাখান করলে হিংস্র পশুদের পাশবিক অত্যাচারের শিকার হয়, শিকার হয় ধারালো ছুরি ছাপাতির কষাঘাতে। এমনকি একটা মেয়ে তার বাবার পাশবিকতার ভয়েও নিজেকে আড়াল করে। সব পুরুষরা মানুষ হয় কিন্তু কিছু কিছু পুরুষরা মানুষ নয়।
অনেকে বলে থাকেন নারীরা কম কাপড় পরে রাস্তায় বের এই জন্য তারা নির্যাতিত হয়, অপমানিত হয়, লাঞ্চিত হয়, তাহলে আপনারাই বলুন খাদেজা কি বোরকা পরে কলেজে আসেনি? তবে কেন তার সাথে এমন হল?
তবুও নারীদেরকে এ ব্যাপারে যথেষ্ট সচেতন হতে হবে। ইদানীং মেয়েরা ধর্মীয় পোশাক হিজাবকে ব্যবহার করছে অনৈতিক ভাবে যা মোটেও ভদ্র নয়। মাথায় বারহাতি শাড়ির মত বড় হিজাবকে পেচালেই হিজাব হয়ে যায়না। এই বিষয়ে কিছু বলতে চাচ্ছিনা।
একের পর এক নারী ঘঠিত মামলা ঘঠেই যাচ্ছে কিন্তু প্রশাসন এসব ঘঠনাকে ধামাচাপা দিয়েই দিচ্ছে আর এই কারনেই ঘঠে যাচ্ছে একের পর এক বর্বরতা। যার নিদর্শণ ইতিহাসে এর আগে কখনোই ঘঠেনি।
কিছু কিছু মেয়েরাও এসব ঘঠনার সাথে সামিল। তারা ছেলেদের যেভাবে সাথে চলাফেরা করে তা মোটেও শোভনিয় নয়।
জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় দূর থেকে প্রচ্ছন্নভাবে দেখলে মনে হয় যেন নৈস্বর্গিক পরিবেশ, কিন্তু যার প্রতিটা হলের বিছানায় লেগে আছে লিপস্টিকের চিহ্ন, ফ্যাকাল্টির দেয়ালে কিংবা করিডোরের কোণায় স্মৃতি চিহ্ন লেখা, আর গাছগাছলির আড়ালে পরিত্যক্ত অবস্থায় বৃষ্টিতে ভিজে আছে কারো কারো ছেড়া নোটখাতা কিংবা ভাঙ্গা সানগ্লাস বা কলম। এসব হচ্ছে সংক্ষেপে দীর্ঘ ঐতিয্যে ভরা জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের সমকালিন অবয়ব । আধুনিক এ যুগে বন্ধুত্বের সম্পর্ক কোন সীমাবদ্ধ সীমানার প্রাচীরে আবদ্ধ থাকছেনা। বন্ধুত্বের বিনিময়ে চলছে দেহ আদান প্রদানের মত নির্লজ্জ কর্মকাণ্ড। এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছিলেন,যেখানে ছাত্রীরা স্বেচ্ছায় ছাত্র বন্ধুর হোস্টেলে একই রোমে রাত কাটায় কিংবা মিউচুয়াল সহবাস করে সেখানে হোস্টেল আলাদা রাখার প্রয়োজন আমি মনে করিনা।
ঢাকাসহ দেশের কিছু শিক্ষা প্রতিষ্টান আছে সেখানে থেকে পড়ুয়া মেয়েদেরকে বিয়ে দিতে বাবা মায়ের অনেক কষ্ট পোহাতে হয়। গুটিকয়েক মেয়েদের জন্য পুরো নারী সমাজ আজ লজ্জিত।
আমাদের এই বাংলাদেশ ক্রমেই এগিয়ে যাচ্ছে পাশ্চাত্যের দিকে তা কখনোই শোভনিয় নয়। পাশ্চাত্য দেশগুলোর দিকে চোখ রাখলেই তার প্রমাণ পাবেন। পশ্চিমা নারী আদৌ স্বাধীন নয় । বরং তারা স্বাধীনতার নামে একশ একটি প্রতারনার শিকল দিয়ে আষ্টে পৃষ্টে বাঁধা । এই বিষয়ে তারাই ভাল বলতে পারবে যে সকল বাঙালি পশ্চিমা দেশগুলো বাস করে।
আমাদের পুরুষদের উচিত্ নারীদেরকে সম্মান করা। নারীদের উচিত্ নিজের সম্মান নিজেই রাখা।
লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান।
০৮ ই অক্টোবর, ২০১৬ রাত ১০:০৫
তিসান বলেছেন: সহমত পোষণ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৮:৫৭
সজীব মোহন্ত বলেছেন: সব পুরুষরা মানুষ হয় কিন্তু কিছু কিছু পুরুষরা মানুষ নয়।
সহমত।