নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হিমুর অন্য নাম

তিসান

১২৩৪

তিসান › বিস্তারিত পোস্টঃ

বিজয় মানেই কি স্বাধীনতা??

১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৩৫

তুষার সাহেব আজ একটু সকাল সকাল বাসায় ফিরেছেন। অফিসে ইদানীং ছুটি পাওয়া যাচ্ছেনা। বছরের শেষ তো তাই অফিসে খুব ঝামেলা। তবুও তাকে ছুটি নিতে হয়েছে কারণ মিনু সকালে আসার সময় বলে দিয়েছে জলদি জলদি ফিরে ফিরে আসতে সে নাকি শপিং এ যাবে। মিনু তুষার সাহেবের বউ। বিয়ের পর দিন থেকেই তিনি মিনুকে খুব ভয় পান, কেন পান তার কারণ তিনি নিজেও জানেন না।
মিনু সাজগুজ খুব পছন্দ করেন। কোথাও যেতে হলে তিনি অনেক সময় হাতে নিয়ে সাজতে বসেন। তাড়াহুড়ো করে গিয়ে সাজতে গিয়ে তিনি একবার চুলে জেল দেওয়ার পরিবর্তে সরিষার তেল দিয়েছিলেন এরপর থেকে সাজতে গেলে তিনি আর কোন তাড়াহুড়ো করেন না।
একমাত্র ছেলে রাসেদ এসে মায়ের কাছে বলল, মা তুমি এখনো তৈরি হওনি। বাবা কতক্ষণ থেকে বসে আছে।
বসে আছে তো থাকুক। আমি কি করব।
মা এত সেজে কি হবে? বাবা প্রতিমাসে তোমার....
চুপ কর। একদম বাবার মতো হয়েছে।
রাসেদ আর কিছু বলল না। চুপচাপ বেরিয়ে গেল বাবার কাছে।
আচ্ছা বাবা আজ কি উপলক্ষে আমরা শপিং এ যাচ্ছি?
আমি জানিনা তোর মা'র কাছে গিয়ে জেনে আয়।
রাসেদ আবার তার মায়ের কাছে গেল।
আচ্ছা মা আজ আমরা কি উপলক্ষে শপিং এ যাচ্ছি?
তুই জানিস না কাল বিজয় দিবস?
হ্যা জানি তো।
তো জানিস যখন তখন জিজ্ঞেস করছিস কেন?
তো বিজয় দিবসে সাথে কাপড় কিনার কি সম্পর্ক?
বাবা শুন, বিজয় দিবসের দিন ভালো কাপড় পরে শহীদের উদ্দেশ্যে শহীদ মিনা্রে গিয়ে ফুল দিতে হয়।
তো ফুল দিলে কি হবে মা?
শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হবে।
এভাবে কি আত্মার মাগফেরাত কামন করা যায়?
অত শত প্রশ্ন করিস না। এখন সর আমার সাজাটা কেমন হল দেখি?
রাসেদ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল। তার বয়স মাত্র দশ বছর। বাংলাদেশের কৃষ্টি কালচার মাঝে মাঝে তাকে ভাবিয়ে তুলে।
কেনা কাটা শেষ করে রাসেদরা বাসায় ফিরল রাত নয়টায়।
মিনু শপিং করে আনা শাড়িটা দেখছিলেন। রাসেদ কাছে গিয়ে বলল, মা আজ বাসায় কয়েকটা আংকেল আসছিল শীত বস্ত্র সংগ্রহের জন্য তুমি তো তাদেরকে দশ টাকাও দিয়ে সাহায্য করলেনা কিন্তু কেন?
কিরে এত প্রশ্ন করিস কেন? যা তো সর দেখি শাড়ির সাথে কেমন অর্নামেন্ট মানাবে।
রাসেদ তার ঘরে চলে গেল।
সকাল বেলা ঘুম থেকে উঠে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে আসল রাসেদ। ঘন কুয়াশা পড়ছে। সামনে কিছুই দেখা যাচ্ছেনা। সে হাটছে ফুটপাত ধরে। হাটতে হাটতে কিছু দূর গিয়ে দেখতে পেল একটা ছেলে রাস্তায় দাঁড়িয়ে শীতে কাপছে তার গায়ে এক্তা পাতলা জামা। রাসেদ তাকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি কি জানো বিজয় মানে কি?
ছেলেটা এ জাতীয় প্রশ্নে অভ্যস্ত না তাই সে কিছুটা ঘাবড়ে গেল। রাসেদ নাছোড়বান্দা সে আবার জিজ্ঞেস করল আচ্ছা তুমি কি জানো স্বাধীনতা মানে কি?
ছেলেটা আবার কিছু বলল না, ড্যাব ড্যাব চোখে রাসেদের দিকে তাকিয়ে রইল। রাসেদ বলল, আচ্ছা তুমি জানতে চাও স্বাধীনতা মানে কি বিজয় মানে কি? যদি জানতে চাও তবে আমার সাথে চল।
ছেলেটা কিছু না বলে রাসেদের সাথে হাটা শুরু করল।
রাসেদ ছেলেটিকে নিয়ে হাজির হল একটি শহীদ মিনারে। শহীদ মিনারের পাদদেশ রক্তে রঞ্জিত। রাসেদ বলল তুমি জানো এটা কিসের রক্ত?
ছেলেটি মাথা নেড়ে 'না' বলল।
রাসেদ বলল, এটা শহীদের রক্ত নয়। এটা প্রতিহিংসার রক্ত। কাল রাতে আমি লুকিয়ে লুকিয়ে খবরে দেখেছি, কাল এখানে ফুল দিতে এসে দু পক্ষ মারা মারি করেছে। কে আগে ফুল দিবে এটা নিয়ে মারামারি। এখন তুমি বুঝেছ স্বাধীনতা মানে কি?
এসো এখন তোমাকে বুঝাব বিজয় মানে কি? এই নাও এটা আমার জেকেট তোমাকে দিলাম। আমার কয়েকটা আছে তোমার একটাও নেই তাই তোমাকে দিলাম।
ছেলেটির মুখে হাসি ফুঠে উঠল।
রাসেদ বলল, এই যে তোমার মুখে আমি হাসি ফুটাতে পেরেছি এটা আমার বিজয়। আর এই বিজয় তুমি আমাকে দিয়েছ।
ছেলেটি কিছু বলল না। রাসেদ বলল, আমি আর কাউকে এটা না বলে তোমাকে কেন বলেছি জানো? কারণ আমি জানি শিক্ষিত কাউকে আমি বুঝাতে পারব না কিন্তু তোমাকে পারব তাই তোমাকে বলেছি। চলো আমরা দুজন মিলে এখন চিৎকার দিয়ে বলি । বাংলাদেশ জিন্দাবাদ।
তারা দুজন এক সাথে চিৎকার দিয়ে বলতে লাগল, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।

লেখকঃ চৌধুরী মোহাম্মদ ইমরান
এম সি কলেজ, প্রাণীবিদ্যা বিভাগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:০৯

সুলতানা সালমা বলেছেন: :( কি দিন আসল!

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৫

তিসান বলেছেন: খুব খারাপ দিন আসিয়াছে। যায় দিন ভালো আসে দিন খারাপ।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ৯:২৩

ডার্ক ম্যান বলেছেন: গল্পের সাথে সাথে গল্পকারের মনোভাবও বুঝা যায়।

২২ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:২৩

তিসান বলেছেন: খুব খারাপ মনোভাব?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.