নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসামাজিক মানুষের ব্লগ

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"

অসামাজিক ০০৭০০৭

জানালার বাইরে দেখি, কত রং কত উৎসব,পর্দার আড়ালে থেকে দেখি আমি সব, থাকতেও চাইনা আমি বাহিরের মাঝে সবার,নিজেকেও ভাবিনা আমি তোমাদেরি আরেক জন...

অসামাজিক ০০৭০০৭ › বিস্তারিত পোস্টঃ

এম,আর,আই(MRI) কি এবং কিভাবে কাজ করে

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৫

MRI (Magnetic Resonance Imaging) বর্তমান যুগের একটি অসাধারণ ডায়াগনস্টিক টুল। এর মাধ্যমে শরীরের অভ্যন্তরে বিভিন্ন অংশের নিঁখুত ছবি তোলা যায়। এর মাধ্যমে শরীরের বিভিন্ন অংশের টিউমার, ক্ষত, ক্ষতিগ্রস্ত টিস্যু, ভাংগা হাড় ইত্যাদি সনাক্ত করা যায়।





এটি কিভাবে কাজ করে??



মানবদেহের শতকরা ৭০% ভাগই পানি আর চর্বি। এতে থাকে প্রচুর পরিমাণে হাইড্রোজেন পরমাণু। সাধারণত এই পরমাণুগুলো লাটিমের মত তাদের নিজস্ব চৌম্বক ক্ষেত্রে এদিক ওদিক ইতস্ততভাবে ঘুরতে থাকে।



যদি মানবদেহকে একটি শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রাখা হয় তবে এই হাইড্রোজেন পরমাণুসমূহ্‌ জোড়ায় জোড়ায় এমনভাবে সজ্জিত হয় যে প্রায় অর্ধেক সংখ্যক পরমাণু চৌম্বকক্ষেত্রের উত্তর মেরুর দিকে এবং বাকী প্রায় অর্ধেক সংখ্যক চৌম্বকক্ষেত্রের দক্ষিণ মেরুর দিকে সজ্জিত হয়ে যায়।



কিন্তু কিছু হাইড্রোজেন পরমাণু বেজোড় থেকে যায় (চিত্রে সবুজ পরমাণুগুলো জোড় গঠন করতে পারেনি)। এমতাবস্থায় যদি রেডিও ফ্রিকোয়েন্সি ওয়েভ (বেতার কম্পাঙ্কের তরঙ্গ) পালস্‌ পাঠানো হয় তবে এই বেজোড় পরমাণুগুলো শক্তি গ্রহণ করে বর্তমান অবস্থান পরিবর্তন করে অপর দিকে ঘুরে যায়।



অতঃপর যদি রেডিও ফ্রিকোয়েন্সি পালস বন্ধ করে দেয়া হয় তবে এই পরমাণুগুলো আবার আগের অবস্থানে ফিরে আসে এবং শক্তি নিঃসরণ করে। এই শক্তি কম্পিউটারে সংকেত পাঠায় এবং কম্পিউটার গাণিতিক সূত্র এবং এলগরিদমের সাহায্যে তা দিয়ে সুন্দর চিত্র গঠন করে।



এম,আর,আই মেশিনে যে রেডিও পালস পাঠানো হয় তার কমপাঙ্ক থাকে সাধারণত হাইড্রোজেনের নিজস্ব কম্পাঙ্কের সমান। ফলে হাইড্রোজেন পরমাণুতে অনুরণন (Resonance) সৃষ্টি হয়। এ কারণেই একে রেজোনেন্স ইমেজিং বলা হয়।



এই মেশিনে চৌম্বক ক্ষেত্র তৈরীর জন্য যে চুম্বক ব্যবহার করা হয় তার শক্তি সাধারণত ৫০০০ থেকে ২০০০০ গস (Guass) পর্যন্ত হয়ে থাকে। যেখানে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মান মাত্র ০.৫ গস (Guass)। হাইড্রোজেন পরমাণুর ম্যাগনেটিক মোমেন্ট তথা চৌম্বক ক্ষেত্রের প্রতি সংবেদনশীলতা বেশি (কারণ এতে অযুগ্ম ইলেক্ট্রন থাকে) এবং মানবদেহে এদের সংখ্যা অসীম। তাই হাইড্রোজেনকেই বেছে নেয়া হয়



আশা করি যতসামান্য হলেও প্রযুক্তির এই অনন্য পণ্যটির সম্পর্কে কিছুটা ধারনা দিতে পরেছি...তবেই পোষ্টের সার্থকতা

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৪

মোঃ আবদুল হাই বলেছেন: ভাল লাগল। +

১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৫৩

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৪

এম এম কামাল ৭৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ। এ বিষয়ে আরও লিখবেন আশাকরি।

১৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ কামাল ভাই,
অবশ্যই চেষ্টা করবো এ বিষয়ে পরবর্তিতে কিছু লিখবার

৩| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫১

জেনারেশন সুপারস্টার বলেছেন: একজন ডাক্তার সাজেশান দিছিলো এমআরআই শরীরের জন্য ভালা না,জানিনা কতটুকু সত্য।এমআরআইতে মনে হয় এক্সরের চেয়ে বেশী টাকা নেয়।তাই বিকল্প টেস্ট দিলে বেশীরভাগ লোকই এক্সরে করায়।

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১২

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: এমআরআই যতটা না সেইফ ততটাই অন্যান্য যেকোন পরীক্ষার থেকে নির্ভূল তথ্য বহন করে ,তা ছাড়া সাধারত এই পরীক্ষাটি কিঞ্চিৎ ব্যয়সাপেক্ষ অন্যগুলোর থেকে

ধন্যবাদ

৪| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫১

বলতে দিন বলেছেন: গুড পোস্ট।

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:২০

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ

৫| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫

মিনহাজুল হক শাওন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর তথ্যদেওয়ায়।

১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ,পড়বার জন্য

৬| ১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৮

মেমননীয় বলেছেন: এমআরআই শরীরের জন্য ভালা না[/sb -> ভুল
MRI শরীরের জন্য ক্ষতিকর নয়, যতটা ক্ষতিকর CT scan.
CT Scan করালে Moderate to high radiation এক্সপোসার হয়, কিন্তু MRI করালে সেই চান্স নেই।

১৮ ই জুলাই, ২০১২ সকাল ১০:৫৯

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ মেমননীয়

৭| ১৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:২০

বিরোধী দল বলেছেন:
thanks bro ei sundor poster jonno :)

১৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:০১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আপনাকেও ধন্যবাদ বিরোধী দল :) :)

৮| ১৫ ই জুলাই, ২০১২ রাত ১০:৩১

ওয়ারলর্ড বলেছেন: তুমি আবার এই লাইনে কেন ? :D :D

২৪ শে জুলাই, ২০১২ ভোর ৪:৩০

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: বায়োমেডিকাল নিয়া কিছু পড়াশুনা করসিলাম...একখান কোর্সও ছিলো ,,,,,,:)

৯| ১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪

ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: চমৎকার পোস্ট, এম আর আইতে কোন ক্ষতি হয় না। তবে প্রস্থেটিক হার্ট ভাল্ভ থাকলে করা যায় না। ++++++++

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৫

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ চয়ন,
শুভকামনা..:)

১০| ১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৭

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন: গুড পোস্ট.....

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ২:১৮

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই :) :)

১১| ১৭ ই জুলাই, ২০১২ দুপুর ১:৪৬

জাওয়াদ তাহমিদ বলেছেন:
দারুণ পোস্ট দিয়েছেন ভাই। :) :)

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫১

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: পোষ্টটি কষ্ট করে পরবার জন্য অসংখ্য ধন্যবাদ তাহমিদ ভাই...

শুভকামনা :)

১২| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬

রায়হান রাহী বলেছেন: টেকি পোস্ট নাকি ডাক্তারি? নাকি দুটায়? অসাম ব্রো

১৫ ই আগস্ট, ২০১২ রাত ৯:৫২

অসামাজিক ০০৭০০৭ বলেছেন: ধন্যবাদ রাহী ভাই

১৩| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৪৫

জামিল আহমেদ জামি বলেছেন: সুন্দর পোস্ট, +++... :)

১৪| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৬

কাউসার রুশো বলেছেন: সুন্দর পোস্ট
++++ :)

১৫| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:৩৫

প্রিন্স অফ পারসিয়া বলেছেন: চমৎকার একটি পোষ্ট,কিন্তু সংকলিত পাতায় এলো না তো পোষ্টটি!!!

১৬| ১৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:০৫

সারথী মন বলেছেন: চমৎকার পোস্ট

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.