নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ মানুষের জন্য

চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......

মাহবুবুল হক ওসমানী রাজু

সময় টেলিভিশন..

মাহবুবুল হক ওসমানী রাজু › বিস্তারিত পোস্টঃ

কেবলই ফাসিঁরই দাবি...

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

এক নয়, দুই নয়, নয় একশতক

গুণে গুণে তিরিশ লক্ষ কিংবা তারও অধিক লাশ,

ছোপছোপ রক্তের দাগ

হৃদয়ের আঙিনা থেকে শুকোয়নি যে এখনো।

সেই রক্তখাদক, যাদের রক্ত পিপাসার শিকার

হাজারো নারী, পুরুষ বৃদ্ধ কিংবা শিশু সন্তান।

এখনো ঘৃণার অভিশাপ যাদেরকে পুড়ে মারে

সেইসব হায়েনারা, লোহার গরাদে রাখা হায়েনারা,

যারা এখন কেবলই সমস্ত দন্ত বের করে মুচকি হাসছে

আর চোখ রাঙাচ্ছে যুদ্ধোত্তর প্রজন্মকে।

দেশমাতৃকার মুক্তিকামী মানুষের খুনি

আলবদর, আলশামস আর তাদের উত্তরসুরী,

হাসছে, সবকটি দাঁত বের করে হাসছে

কখনো মুচকি কখনো বা অট্টহাসি।

চোখে ঘুম নেই, মনেরও একই দশা

রাজাকার হায়েনাদের ওই অট্টহাসি,

ঘুম কেড়ে নিচ্ছে কোটি বাঙালির।

কিন্তু না, ওই অট্টহাসির কণ্ঠ চেপে ধরতে

কোটি বাঙালি জাগ্রত আজ,

ফাসিঁ, ওই ঘৃণ্য পশুদের ফাসিঁ

কোটি জনতার একটাই দাবি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.