নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হা-হুতাশ

সাফায়াত কাদির

পৃথিবী আমাকে চায় কিনা জানিনা।

সাফায়াত কাদির › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক থেকে কিছু নিয়ে আসলাম : আলোচনা করার মত বিষয়। আসেন আলু-চনা করি।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১০

শাহবাগে যারা আন্দোলন করতেছে তাদের আন্দোলন টা আসলে কার বিরুদ্ধে ? তারা প্রথম বলল যুদ্ধাপরাধীর বিরুদ্ধে এই আন্দোলন। তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি না দিয়ে ঘরে ফিরবেনা। এখন আমার প্রশ্ন হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এর জন্য ট্রাইব্যুনাল গঠন করছে সরকার বিচার বিভাগ গঠন করলো সরকার বিচারে কাদের মোল্লার যাবত জীবন কারাদণ্ড হল। আমার কথা হল সাহবাগিরা যদি আন্দোলন করতে হয় তাহলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করা উচিৎ কারন এই বিচার বিভাগ গঠন করেছে সরকার। এই আন্দোলন তো জামাত শিবির এর বিরুদ্ধে যাওয়ার কথা না। আর সাহাবাগিরা বলছে ফাঁসি ই দিতে হবে তাহলে আর এতো বিচার করার কি দরকার সাহাবাগিদের হাতে তুলে দেক তারা ফাঁসি দিয়ে ফেলুক এতো বিচার করার কি দরকার। তারা প্রথম বলছে যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই আর এখন বলছে শিবিরকে নিশিদ্দ করা হোক। তারা আসলে বলতে চাচ্ছে শিবিরকে না ইসলামকে নিশিদ্দ ঘোষণা করা হোক। আর শিবিরকে নিশিদ্দ ঘোষণা করার দায়িত্ব তাদের কে দিয়েছে? শিবির যদি ইসলামের নামে মানুষ হত্যা করে তাদের জন্য দেশে আইন আছে আইন অনুযায়ী তাদের বিচার হওয়া উচিত ।সাহবাগিদের কে বলেছে এই ভাবে দিনের পর দিন রাস্তা অবরোধ করে বসে থাকতে। তারা আবার বলছে তারা নাকি নতুন প্রজন্মের মুক্তি যোদ্ধা। শুনে আমার হাসি পায়। মুক্তি যুদ্ধ যদি হয় শামিয়ানার নিছে বসে বসে বিরয়ানী খাওয়া আর মিনারাল ওয়াটার খাওয়া তাহলে ১৯৭১ সালের ৩০ লক্ষ শহীদের আত্মা কষ্ট পাবে। সেখানের একজন নাস্তিক খুন হয়েছে সে নাকি শহীদ তাহলে শহীদ এর সংজ্ঞা কি পরিবর্তন হয়ে গেল? রাজিব যদি শহীদ হয় ৩০ লক্ষ শহীদ কে অপমান করা হবে। সাহবাগিদের আন্দোলন দেখে মনে হচ্ছে দেশে শিবির ছাড়া আর কোন সমস্যা নাই। ৩০ লক্ষ ক্ষুদ্র বিনিয়োগকারী আজ পথের ফকির। পদ্মা সেতু নিয়ে এক আবুল কে বাঁচাতে গিয়ে ১৬ কোটি বাঙালী কে বঞ্চিত করেছে। ডেস্টিনি কেলেঙ্কারি সোনালি ব্যাংক কেলেঙ্কারি। এই সব কিছুকে আড়াল করার জন্য সরকার এই সাহাবাগ নাট্য মঞ্চ খুলে বসেছে। আপনারা হয়তো ভাবছেন এই সাময়িক রঙ্গমঞ্চ দেখে অতীতের সব কিছু ভুলে যাব। যদি তাই ভাবেন তাহলে ভুল করবেন। আপনারা তো ৫ বছর এর জন্য ক্ষমতায় এসে অতীতকে ভুলে যান। যেমন ভুলে গিয়েছিলো তারেক জিয়া, কোকো, কই তারা কি দুনীতি করে টিকতে পেরেছিল? যেমন পারেনাই স্বৈরাচারী এরশাদ। আর শিবির তারা ধর্মের দোহাই দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাদের অতীত ইতিহাস আমরা সবাই জানি যাদের জন্ম রাজাকার থেকে। তাদের তো কখনই সমর্থন করা যায়না। পরিশেষে বলতে চাই আমি আওমিলিগ ও না বি এন পি ও না জামাত শিবির ও না। আমি এক জন বাঙালী।



জামায়াতে ইসলামী মানে যেমন ইসলাম না_ঠিক তেমনি আওয়ামীলীগ মানেই মুক্তিযুদ্ধা না। বিএনপি মানেই যেমন গনতন্ত্র না_ঠিক তেমনি অমি পিয়াল মানেই ইতিহাসবিদ না।



ইসলাম আপনার ধর্ম, আপনার মনে রাখেন, বিশ্বাস করেন।

গনতন্ত্র আপনার অধিকার, আদায় করেন, তাই বলে রাজনৈতিক দল সমর্থন করতে হবে না। মুক্তিযুদ্ধ আমাদের সমস্ত দেশের সকল মানুষের চেতনা, আওয়ামীলীগের একার সম্পত্তি ভাবার কোন কারণ নাই। আমি কোন দল করি না, তাই বলে আমি কি স্বাধীনচেতা না? আওয়ামী চামচা অমি পিয়াল ফেসবুকের তরুণ প্রজন্মকে কি শিখাতে চাচ্ছেন তা কি আমরা বুঝি না?



courtesy : real demon



সরকার সাহেব (ইমরান), তুমি দেখি ভারী চিজ...

এতদিন যখন মঞ্চ থেকে চিল্লায়ে বলতা ওই পত্রিকাব্যান করা চাই, এরে ধরা চাই, ওর শাস্তি চাই, ওরে জবাই করা চাই, এটা ছাড়েন, ওখানে প্রতিরোধ গড়ে তোলেন... তখন তুমি তো সরকারের ভূমিকা নিয়া কোন প্রশ্ন করতা না ???

আজকে যখন ধর্মবিদ্বেষী দের ধরা হল, যখন বলা হচ্ছেমঞ্চ বন্ধ করে দিতে, যখন বুঝতে পারছ তোমার দরকার শেষ, তখন আইছ কইতে যে

" ব্লগ আর ইন্টারনেট নিয়েসরকারের ধারণা সুস্পষ্ট না "।

...

শাহবাগ এর আন্দোলন কলঙ্কিত করছ তুমি, তোমার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ, লীগ সরকার, আতেল সুশীল আর তোমার ধর্মবিদ্বেষী তথাকথিত সহযোদ্ধারা। এই মঞ্চের জন্যে, তোমার কথার জন্যে মানুষের জীবন গেছে, দেশ ভাগ হয়ে গেছে।

ছাড় পেয়ে যাবা এত সহজে??? দিন আসতেছে বাপধন, মেলা দেনা হয়া গেছে তোমার। পাই পাই করে শোধ করতে হবে। গণজাগরণ কারে কয় টের পাইবা।



Mp Golam Maula Roni-" shahbag ar netribindo ra bishal jono shomabesh dekhe matha thik silo na tai tara kono shomoi islami bank abar kokhono Islam related politics ban korte dabi korlen .... Immaturity dekha diyesilo tader andolon ai .........tara jokno ai andolon koren tokhon boi mela cholsilo ar rasta ti free silo tai shahbag ar square ti tara tokhon bebohar korte peresilen ... aikhon mash ke mash gan bajna ai bhabe cholte pare nah , pashe hospital ... aikhon boi mela o ses ai rasta ti tader chere dite hobe " (bangla vision's talk show) ........



সম্পূর্ণ কালেক্টেড পোষ্ট। কৃতজ্ঞতায় গালিব।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৮

জীবনকেসি বলেছেন: "শাহবাগে যারা আন্দোলন করতেছে তাদের আন্দোলন টা আসলে কার বিরুদ্ধে ? """
X(( X(( X((

শাহবাগে কি এখনো আন্দোলন হয়??? হেডলাইনই পড়ছি। ভেতরে যাই নাই।

০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২১

সাফায়াত কাদির বলেছেন: ভিতরে আহেন। না আইলে বুঝবেন কি

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৩

জামান2021 বলেছেন: সরকার সাহে দিন আসতেছে বাপধন, মেলা দেনা হয়া গেছে তোমার। পাই পাই করে শোধ করতে হবে। গণজাগরণ কারে কয় টের পাইবা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.