নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোদ্ধা, সকল সামাজিক অপকর্মের বিরোদ্ধে

অতৃপ্‌ত আত্‌মা

আমি স্বাধীন, স্বার্থহীন, নির্বোধ ব্যক্তি, অথচ উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের ধারক, যে কিনা মানুষের চিন্তা-ধারাকে, অপ্রিয় সত্য কথার মাধ্যমে, মুহূর্তে ভেঙ্গেচুরে, তছনছ করে দেয়ার ক্ষমতা রাখে

অতৃপ্‌ত আত্‌মা › বিস্তারিত পোস্টঃ

আমি নিতু বলছি

০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৪:১৪



আমি নিতু বলছি
অতৃপ্ত আত্মা

হ্যালো, আমি নিতু বলছি,
মানে আশফাক নিপুন নিতু
এবার, অবশ্যই চিনতে পেরেছো?
এখন কিন্তু আর ফেইক ফেইক বলছিনা, তোমার সত্যিকারে নিতুই বলছি,

জানো তো, আজ ৪ঠা জুলাই?
মানে, এখন ঠিক তেসরা ও চৌঠা জুলাই, রাত ৪টা বেজে বিশ মিনিট ছুঁই ছুঁই।

তোমার কি মনে পড়ে?,আজ থেকে, ঠিক আটচল্লিশটি বছর আগে,
জাস্ট এই সময়েই,আজকের মতই ঝুউম বৃষ্টি ঝড়ছিলো আকাশে।

টিনের চালে, বৃষ্টির ঝুম ঝুম শব্দে,
চারদিক একদম একাকার।
কত্ত সুন্দর এক রোমান্টিকতা বিরাজ করছিল ।


তারপর, তারপর, হঠাৎ তুমি, ফোন দিয়ে বসলে,
ফিস্ ফিস্ করে, জাস্ট ছয়টি শব্দে বললে,
নিতু, নিতু, আমি তোমাকে ভালোবাসি,,, ভালোবাসি।

আমার হাতের মৃদু কম্পন, চোখে আনন্দের -অশ্রু ,
আর হৃদয়ে একবুক স্বপ্ন নিয়ে সেদিন বলেছিলাম,
আমিও তোমাকে ভালোবাসি।

কেমন জানি এক শিহরিত অনুভূতি, অনিয়ন্ত্রিত সুখ, সুখের উত্তেজনা,
বিদ্যুৎবেগে শরীরের নিচে দিকে নেমে গেলো।
সেটা আমি উপভোগই করেছিলাম।
পুরোটাই, পুরোটাই মানে, পুরোটাই, এখনও সেটা ভুলতে পারি নি।


কিন্তু, কিন্তু, হঠাৎ করেই, আমাদের সেই, তিল তিল করে গড়ে তোলা ভালোবাসা,
ধীরে ধীরে, তার রং হারাতে শুরু করে।

আজ, আমরা আটচল্লিশ বর্ষ পূর্তি উদযাপন করতে পারতাম,
আমরা চার চরটি যুগ হিসেব করে করে উদযাপন করতে পারতাম।
যেটা কিনা শতবর্ষকে ছাঁপিয়ে,
মহাকালের সেই অসীম বর্ষ থেকে বর্ষে,
যুগ থেকে যুগান্তরে দাপিয়ে বেড়াতো,
কোটিবর্ষ হয়ে স্বর্ণাক্ষরে লিখা হয়ে থাকতো।

কিন্তু না, আমরা,,আমাদের ভালোবাসাটিকে গলা টিপে হত্যা করেছি।
২৭৩ দিনে থমকে গিয়েছিল আমাদের সদ্য জন্ম নেয়া লাল টুকটুকে ভালোবাসাটি ।
আমি হেরে গেছিলাম, আমরা হেরে গেছিলাম।


জানো, আমি তারপর থেকে, কত্ত ভালোবাসাকে খুঁজেছি,

প্রতিনিয়ত জীবনে আসা ভালোবাসাকে জিজ্ঞাসা করেছি,
তুই গন্ধে, দেখতে, আকার বা আকৃতিতে কেমন?

আমি তার গন্ধ শুঁকেছি, রং দেখেছি, আকার, আকৃতি সব তন্ন তন্ন করে পরখ করেছি,
কিন্তু, সেই ২৭৩ দিনের ভালোবাসার মতো, আমি আর দ্বিতীয়টি খুঁজে পাইনি।

আজ, আমি একা চলতে শিখে গেছি।
নতুন, অজানা, অচেনা, বিভৎস একজনকে আপন করে নেয়ার চেষ্টা করে যাচ্ছি।
পারি নি, আমি পারি নি, তাকে আপন করে নিতে।

আমি পারি না ভুলতে, আমি জাস্ট তোমাকে ভুলতে পারিনা।

মাঝেমাঝে,মনে হয়, যদি হৃদয়টাকে, বুক চিরে,
বের করে এনে, দুই হাতের মুষ্ঠিতে নিয়ে,
শক্ত করে চেপে ধরে, ফিনকি দিয়ে রক্ত চারদিকে ছড়িয়ে ছিঁটিয়ে,
ছিন্ন- বিচ্ছিন্ন করতে পারতাম।
তাহলে হয়তো মন থেকে চিরতরে মুছে ফেলতে পারতাম।

যাহোক, ভালো থেকো, এতরাত্রে তোমাকে বিরক্তই করলাম।

বিদায়....

ছবিঃ সংগৃহীত

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০২১ ভোর ৫:০৮

কামাল১৮ বলেছেন: পড়ার মতো একটি কবিতা।খুবই ভালো লেগেছে,কিন্তু প্রকাশ করতে পারছি না ভাষার সীমাবদ্ধতার কারনে।

০৪ ঠা জুলাই, ২০২১ সকাল ১০:০৮

অতৃপ্‌ত আত্‌মা বলেছেন: ধন্যবাদ ভাই, আপনার মন্তব্য আমাকে অনুপ্রাণীত করেছে।

২| ০৪ ঠা জুলাই, ২০২১ দুপুর ১২:২৮

সোনালি কাবিন বলেছেন: ব্যক্তিগত বেদনার সহজ সুন্দর প্রকাশ

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৪৬

অতৃপ্‌ত আত্‌মা বলেছেন: ধন্যবাদ। আপনার সুন্দর মন্তব্যের জন্য..

৩| ০৪ ঠা জুলাই, ২০২১ বিকাল ৪:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর । বেদনা বৃষ্টির মতো ঝরে।

০৪ ঠা জুলাই, ২০২১ রাত ১১:৪৭

অতৃপ্‌ত আত্‌মা বলেছেন: ধন্যবাদ, আপনাকে। সুস্থ থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.