নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যোদ্ধা, সকল সামাজিক অপকর্মের বিরোদ্ধে

অতৃপ্‌ত আত্‌মা

আমি স্বাধীন, স্বার্থহীন, নির্বোধ ব্যক্তি, অথচ উচ্চ মানসিকতা সম্পন্ন ব্যক্তিত্বের ধারক, যে কিনা মানুষের চিন্তা-ধারাকে, অপ্রিয় সত্য কথার মাধ্যমে, মুহূর্তে ভেঙ্গেচুরে, তছনছ করে দেয়ার ক্ষমতা রাখে

অতৃপ্‌ত আত্‌মা › বিস্তারিত পোস্টঃ

তুমি কি বউ?

০৭ ই আগস্ট, ২০২১ রাত ১১:৫৬



যদি গঞ্জে যাওয়ার সময়, আমাকে ঝাপড়ে না ধরো,
কোথায় যাচ্ছি, সেটা জিজ্ঞেস না করো,

কবে ফিরবো, জানতে না চাও,
চলার পথে, চেয়ে না থাকো,

কিছু জিনিস ইচ্ছে করে লুকিয়ে রেখে,শুধু আরেকবার দেখবে বলে,
দৌড়ে পথিমধ্যে দিয়ে না যাও,

তবে, আর যাই হোক, তুমি আমার বউ নও,

শুধুই একজন নারী,,রক্ত মাংসের স্তুপের মতই সাধারণ নারী।

জানো তো, বউ হওয়া এতটা সস্তা নয়,

যে আমার জন্য সাজবে, চোখে কাজল পড়বে,
ঠোঁটে লাল লিপস্টিক দিবে, পায়ে আলতা লাগাবে,
সিঁথিতে সিঁদুর মাখবে, হাতে, শাখার ধ্বনি তুলবে,
গায়ে সুগন্ধি সিঁটাবে, মৃদু ফিসফিস শব্দে,
অলক্ষ্যে কানের কাছে, ভালোবাসি ভালোবাসি বলবে,
ইচ্ছে করেই আলতোভাবে কান কামড়ে দিবে,
তবেই না,সে আমার বউ।

যার চেহারা দেখে বুঁদ হবো, কাজলে ডুবে যাবো,
ঠোঁটের লিপস্টিকে, ক্লান্তি দূর করবো
পায়ের আলতায়, চুমো এঁকে দেবো,
সিঁদুরে ফুঁ দিয়ে, সারামুখ লেপ্টাবো,
শাখার ধ্বনিতে, মনকে নেঁচে তুলবো,
সুগন্ধীতে, তৃপ্তির নিঃশ্বাস নেবো,
ফিসফিসানী শব্দের, রীতিমত উত্তর দেবো।

আর তখনই কেবল তুমি আমার বউ হবে


ছবিঃ সংগৃহীত

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১২:২৪

শায়মা বলেছেন: বাপরে! ভাইয়া তুমি তো এক অতৃপ্ত আত্মা.....

এমন কাব্য কি করে লিখলে?

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩২

অতৃপ্‌ত আত্‌মা বলেছেন: ধন্যবাদ আপনাকে

২| ০৮ ই আগস্ট, ২০২১ রাত ১:৪৮

ফাহিমা আক্তার বলেছেন: একজন আদর্শবান স্বামী হন তাহলে আপনার বউ ও আদর্শবান হয়ে যাবে

০৮ ই আগস্ট, ২০২১ বিকাল ৩:৩৩

অতৃপ্‌ত আত্‌মা বলেছেন: ইনশাআল্লাহ আপু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.