নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

গোপনাকাঙ্ক্ষা - ১

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৬

এই পাগল করা, উদাস সুরের আউলা বাতাস...
উড়িয়ে দিলাম মেঘের সনে,
তোমার পানে-
মনের ঘরে পৌঁছুলে তার গন্ধ নিও;
ফিরতি ডাকে আমার তরে আদর দিয়ো।

এই আবেশ মাখা, একলা রাতের শুক্লা আকাশ...
জড়িয়ে আছে সঙ্গোপনে,
আমার মনে-
আমায় যদি হারিয়ে ফেল, আকাশ দেখো;
দিনের আলোয় তোমার মনে রৌদ্র মেখো।

ঐ মাতাল হওয়া ভালোবাসার উষ্ণ পরশ...
দু'জন মিলে আকাঙ্ক্ষাতে,
একলা হতে-
বর্ষা রাতের সিক্ত হওয়া প্রেমের আবেশ, যত্নে ভুলো;
সুখের আবেশ রোমন্থনে ব্যস্ত থেকো।

...পাগল করা, উদাস সুরের বাতাস হব।
আসব উড়ে তোমার কাছে,
বসব গালে-
মনের ঘরে পৌঁছুলে মোর গন্ধ নিও;
চিনলে আমায় আলতো ছোঁয়ায় আদর দিয়ো।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৫

কল্লোল পথিক বলেছেন: দারুন কবিতা।
অনিঃশেষ শুভ কামনা জানিবেন।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩

অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ, অফুরান।
উৎসাহিত।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩০

আরণ্যক রাখাল বলেছেন: খুব সুন্দর, কলির অযাচিত কালিদাস| অসাধারণ

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ, কষ্ট করে পড়ার জন্য।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৩

আরণ্যক রাখাল বলেছেন: বারবার পড়ছি! যতবার পড়ছি, ততোবার ভাল লাগছে| বুকের ভেতর কাঁপন জাগানোর মত কবিতা

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

অযাচিত কালিদাস বলেছেন: উৎসাহিত :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.