নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

রাত্রি কথন - ১

০৭ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:১৫

ঘুমের সাথে আড়ি;
আমার একলা বালিসখানি।
পর্দা ঘেরা ঘরে;
আমায় দেখতে বাহির নারে!
জেনেছি তার কথা;
তাই সেটাই মেনে চলা।
... ... ...
"রাত জাগা নয় ভালো;
তাই নিভিয়ে রাখো আলো।
মনের ঘরে দুয়ার;
তোমার কেনই বা দরকার!
জোৎস্না রাতের মায়া;
তোমার দেখতে সে যে মানা!
ব্যালকনিতে বসা;
ওমা! নোংরা, কি লজ্জা!
ঘরে তোমার বউ;
তুমি চুপটি করে শোও।
বউ শুয়েছে খাটে;
তুমি শোওনা সোফার কোলে!
দু'জন মিলে শোয়া;
না না, সর্বদা তা হয়না।
রাত্রি খানিক বাকি;
চুপ, ঘুমাও এখন দেখি!
পাশবালিশটা ছাড়;
আমার ঘুম পেয়েছে, মান।
তন্দ্রা টুটে গেলে;
সমস্ত রাত নিদ্রাহীনে, থাকতে হবে জেগে।
অসুস্থ বোধ হবে;
তাই ঘুমোও চুপটি করে।"
... ... ...
এপাশ ওপাশ করি;
আর আঁধার গুনে চলি।
একটুখানি বসি;
আবার সটান শুয়ে থাকি।
ইচ্ছে বাহির দেখি;
তবু হয়না সাহসখানি।
কারণ সে অনন্য;
রাজকুমারী ঘুমিয়ে আছে, সবই যে তার জন্য।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.