নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কি বাঁচে কভু -
স্নেহ, প্রেম, ভালোবাসা হীনা?
মৃত্যুপুরীর পানে ধেয়ে চলা -
জীবনের অমোঘ নিয়তি।
এরই সাথে কর্ম - কাম -
আমাদের নিত্য বিকিকিনি।
মানুষ কি বাঁচে কভু -
স্নেহ, প্রেম, ভালোবাসা হীনা?
যদিও নির্ধারিত, প্রাপ্তি সকল-
তবুও স্ব-অবচেতনে
ছুটে চলা অনন্ত আশে।
এই চাওয়া, ভালোলাগা-
বিরহ - প্রেমের মেলা
ক্রোধে - কামে বেঁচে থাকা
আঁধারের আলো খোঁজা
আপনি, আপন ভুলে
মায়াভ্রমে ঘুরে ফেরা
মানুষ কি বাঁচে কভু -
স্নেহ, প্রেম, ভালোবাসা হীনে?
কিইবা অর্থ বল -
নশ্বর এ জীবনে?
তুমি হীনে-
আমি বিনে?
স্বসীম মিলেছে শেষে
অসীমেরই মাঝে!
মানুষ কি বাঁচে কভু -
স্নেহ, প্রেম, ভালোবাসা হীনা?
কেন তবে এই দূরে থাকা?
খোজা হয়ে জীবনের স্বাদ খুঁজে মরা।
মানুষ কি বাঁচে কভু -
স্নেহ, প্রেম, ভালোবাসা হীনে?
চেয়ে দেখ আস্বাদিত ফেলে আসা দিনে
অন্বেষণে পেয়ে যাবে উজ্জীবনের মানে।
১৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ
উৎসাহিত।
২| ২০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২২
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার কবিতা।
২১ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০০
অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ।
অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৪
বিজন রয় বলেছেন: খুব ভাল লিখেছেন।