নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবসের শুরুতেই,
'পূর্ব শত্রুতা'র জের ধরে সংঘর্ষ - দু'জনের মৃত্যু।'
মধ্যভাগে কখনো গুলিকরে হত্যা, কখনোবা নির্বাচনি সহিংসতা,
ধর্ষণ - লাশ উদ্ধার - গুম ইত্যাকার ঘটনা, সেতো নৈমিত্তিক।
আর এমনিভাবেই দিনব্যাপী কোন না কোন ভাবে -
শুধুই মৃত্যুৎসব, রক্তাক্ত হোলি!
মাঝখানে আরোকিছু রাষ্ট্রীয় নিপীড়ন, আর সাথে বাণিজ্য হল্লা।
যদিবা কখনো সার্বজনীন উৎসব দ্বারে সমাগত
শঙ্কা'র বেড়ি দিয়ে সেও আবদ্ধ গৃহে, রাষ্ট্র যন্ত্রের যাঁতাকলে!
এভাবেই দিনমান, খবরের আনাগোনা।
মুঠোফোন, কাগজে, কিংবা টেলিভিশনে।
রক্তমাখা খবর-চক্রে'র খোরাক হয়ে বাঁচা!
কতদিন দেখিনাই মঙ্গলময় - যুক্তিসিদ্ধ চিন্তার কোন খোরাক
এত-শত চ্যানেলেও।
পড়িনাই তেমনি কোন লেখা কাগজেও।
নির্মল বিনোদন, সেতো সুদূরতমা!
তবু আশা, রুদ্ধদ্বার ভালোবাসা;
অঘোষিত সান্ধ্য আইন, শঙ্কানিয়ে ঘরে ফেরা;
প্রাত্যহিক প্রত্যাশা, শুভ্র ভোরে শুরু হবে রক্তহীন পথচলা।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৪
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৬
আরণ্যক রাখাল বলেছেন: প্রাত্যহিক প্রত্যাশা, শুভ্র ভোরে শুরু হবে রক্তহীন পথচলা
এই প্রত্যাশাই যেন পায় বাস্তবের দেখা।
লিখেছেন সুন্দর
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৫
অযাচিত কালিদাস বলেছেন: এই প্রত্যাশাতেই পথ চলা।
ধন্যবাদ
৩| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৮
বিজন রয় বলেছেন: অনেক ভাল লাগল।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৬
অযাচিত কালিদাস বলেছেন: আমারও
পাঠ করেছেন, তাই।
৪| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪২
জনৈক অচম ভুত বলেছেন: তবু আশা, রুদ্ধদ্বার ভালোবাসা;
অঘোষিত সান্ধ্য আইন, শঙ্কানিয়ে ঘরে ফেরা;
প্রাত্যহিক প্রত্যাশা, শুভ্র ভোরে শুরু হবে রক্তহীন পথচলা।
ভাল লিখেছেন।
২৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ, জনৈক ভুত ভাই!
৫| ২৯ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৭
মহা সমন্বয় বলেছেন: তবু আশা, রুদ্ধদ্বার ভালোবাসা;
অঘোষিত সান্ধ্য আইন, শঙ্কানিয়ে ঘরে ফেরা;
প্রাত্যহিক প্রত্যাশা, শুভ্র ভোরে শুরু হবে রক্তহীন পথচলা।
০২ রা মে, ২০১৬ দুপুর ২:১৫
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ, কবিতা পাঠের জন্যে।
কবিতার সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১| ২৯ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৮
কল্লোল পথিক বলেছেন:
সুন্দর লিখেছেন।