নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
এমন স্থবিরতা কি চেয়েছিলে
চেয়েছিলে দৈন্যতায় নুয়ে থাকা মন?
খাঁ খাঁ করা শুকনো যমুনা'র চর, আর
দিগন্তে মিশে যাওয়া মরে থাকা রাত!
অনিঃশেষ জেগে থেকে চোখগুলো শ্রান্ত
স্যাঁতসেঁতে ইথারের মোহে সবি মগ্ন।
কৃত্রিম আবেগীয় পোষাকের সাজে সবি
অনুভূতিহীনভাবে যান্ত্রিক নগ্ন।
কীটে ধরা, হাটে খাওয়া ভোগবাদী যৌবন
চারিদিকে আজ শুধু সহজাত পন্য।
শাশ্বত সবকিছু নষ্টতে দ্রবীভূত
মানবীয় মন যার, সেই জীবন্মৃত!
এই বৈকল্য চেয়েছিল কে বা কবে
সবখানে জীর্ণতা ভরে আছে হীন শবে।
স্নেহ - মায়া - ভালোবাসা সবি যেন নাশ
বিপরীত - অন্তরীপে শুধু বসবাস!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৮
অযাচিত কালিদাস বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা, ধ্রুবক আলো।
কবিতা পাঠের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৭ রাত ১২:০৫
ধ্রুবক আলো বলেছেন: খুবই ভালো লিখেছেন কবিতা খানি
+++
নতুন বছরের শুভেচ্ছা রইলো....