নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমাকে ছুঁতে চাই, তাতেই গ্রাসাচ্ছাদন!"
বলিয়াছে কবি এক, তাকে অভিবাদন।
কবিতায় সাবলীল এসব বানী
দৈনন্দিন যাপনে মন সেসব না মানি।
গ্রাসাচ্ছাদন আহরণে দিন গুজরান
আশেক - মাশুক শুধু অন্যে অভিমান।
দু'জনারই ভাবনায় কত অভিলাষ
বাস্তবিকতার জালে শেষে সবি নাশ।
একে - অন্যের প্রেমে, অনুভবে লীন
ভাবাবেগে হাবুডুবু, কর্মে বিলীন।
দায়িত্ব, কার্যভার, বাধ্যবাধকতা
এসব শব্দ ভীড়ে ভাবাবেগ চাপা।
ভালোবাসা, ভালোলাগা, ইচ্ছের ঘুড়ি
গ্রাসাচ্ছাদনের দায়ে সব হয় নুড়ি!
এভাবেই দিনে দিনে বেড়ে চলে দেনা
দু'জন দু'জনে দুষে বিপরীতে ভাবা।
মনের গহীনে তবু জেগে আছে আশা
কোনোএক দিনে বুঝি আশা পাবে ভাষা!
রাতে-দিনে বহমান জীবনের তরী
গ্রাসাচ্ছাদনে হোক ভালোবাসাবাসি।
©somewhere in net ltd.