নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

অযাচিত অহেতুক - ১

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩২

আকাশে বাতাসে প্রেম
ভেসে ভেসে উড়ে যায়
অযাচিত অহেতুক
চেয়ে আশে বসে রই।

সখি মিছে ভুল বোঝে
অজানা কি সুখ খোঁজে
অযাচিত অহেতুক
বিরহের জাল বোনে।

যতদূরে যাও সখি
মনে রেখো আছি আমি
অযাচিত অহেতুক
তাও ভালোবাসছি।

আসে কিনা আসে সে
বাসে কিনা ভালো সে
অযাচিত অহেতুক
রাত-দিন ভাবছে।

যে আসা সে দূর আশা
তবু আশে বসে থাকা
অযাচিত অহেতুক
আশাতেই বুক বাঁধা।

জানি তুমি ফিরবেই
ভালো মোরে বাসবেই
অযাচিত অহেতুক
ঘুরে, ফিরে আসবেই।

ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮

রায়হানুল এফ রাজ বলেছেন: আশাই জীবন। ভালো লাগলো।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪০

অযাচিত কালিদাস বলেছেন: হুম।
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
সাথেই থাকুন।
ধন্যবাদ।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪১

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন:
আপনার জন্য ফুলের শুভেচ্ছা।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৪

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ ভাই :)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৩

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা দেখে বুঝে নিন কেমন লেগেছে।

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৬

অযাচিত কালিদাস বলেছেন: বোঝার চেষ্টা করছি।
অনেক ধন্যবাদ, পাঠের জন্য।

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০২

ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে খুব সুন্দর লিখেছেন +।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৪৩

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ, ধ্রুবক আলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.