নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

আশায় বাঁচি

২২ শে মার্চ, ২০১৭ রাত ৮:৩৬

এক একটা ভোর, আর, আশায় পথচলা
দিবস-আলোয় স্নান শেষে, সেই সন্ধ্যে হলে থামা
চলতি পথেই, আশা'র গাছে জল শুকিয়ে যায়
সাঁঝেরবাতি নিভলে পরেই দমকা হাওয়া বয়।
হাওয়ার তোড়ে, আঁধার নামে, ক্ষুব্ধ নয়ন-নদী
আস্তে - ধীরে উথলে উঠে, ক্রমেই স্রোতস্বিনী।

মধ্যরাতে শ্রান্ত আঁখি, শান্ত হয়ে ঘুমের কোলে
উপচে পড়া নদী'র নীরে, আশা'র গাছে জল
জলের ফলেই উমেদ গাছে উঠলো ফুটে হাসি
সেই হাসিতেই ভোরের আলোয় আবার ছুটে চলি।
ছুটেই চলা, চলাই জীবন? আর কিছু কি বাকী?
সময় কোথায় এসব ভাবার, তাইতো ছুটেই মরি!

চলতে থাকা, আশায় বাঁচা, রুষ্ট হওয়া, আত্মশ্লাঘা -
আমরা কী আর করি? এই কি জীবন? আমরা এমনি বাঁচি!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৫

ধ্রুবক আলো বলেছেন: আশা মানুষের বেঁচে থাকার ভেলা।

২৬ শে মার্চ, ২০১৭ দুপুর ১২:৩৭

অযাচিত কালিদাস বলেছেন: অমোঘ সত্য কথা, @ ধ্রুবক আলো।
কবিতা পাঠে'র জন্য ধব্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.