নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলিয়াছি কত রূপে -
গোপনে - অগোপনে
জানি তুমি শুনিয়াছো
না শোনার ছলে।
হৃদয়ের কোনো কোনে
খুঁজে দেখো, দেখা পাবে
এই প্রেম, ভালোবাসা
তোমা প্রতি অযাচিতে।
সে আমার অমূল্য ধন
তোমাতে যা সামান্য
দেখো তাই হাতড়িয়ে -
কভু, মাঝেমাঝে!
আমার সকল ভালে
জড়িয়ে দিবস-রাতে
সেই ক্ষণ, সেই স্মৃতি
প্ররণায় আগলিয়ে রাখে।
এ শুধুই একান্ত মোর
আত্ম অনুরণন
বাতাসের কানে কানে
সহাস্যে বলিবার।
"তোমারে যা দিয়েছিনু -
সে তোমারি দান"
সে তোমার ভালোবাসা -
দিয়েছো যা, অমৃত জেনো।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
০৮ ই মে, ২০১৭ রাত ১০:১৬
অযাচিত কালিদাস বলেছেন: হয়েছি অনেক প্রীত।
ধন্যবাদ,
কবিতা পাঠের তরে।
©somewhere in net ltd.
১| ০৮ ই মে, ২০১৭ দুপুর ১২:৫০
কানিজ রিনা বলেছেন: ভাল লাগা রেখে গেলাম।