নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
আমি মরে গেলে -
এলাকার কাকেদের একদিন সারাবেলা -
পেটপুরে খেতে দিও
যদি পার ডেকে নিও
রাস্তার সবগুলো কুকুরের।
আমি মরে গেলে -
হয়তো বেশি চাওয়া, তবু বলি -
যদি পার কয়েকটি ফলদ বৃক্ষ রোপো
চারিপাশে, যেইখানে শুয়েরব চিরতরে
পাখিরা বাঁধবে বাসা, শোনাবেন গান।
তুমি যেথা রবে, সে ঘরের বারান্দাতে -
ইচ্ছেমত ২টি টব রেখো
এক্টিতে বেলি, অথবা কামিনী, কিংবা যা ইচ্ছে
তাতে দিও জল
মাঝে মাঝে চেয়ে দেখো, কদাচিৎ যত্ন!
আমি মরে গেলে -
কাউকেই জানানোর নিওনাকো দায়
ভেঙ্গে দিও ভানুমতী নদে দেয়া বাঁধ
খুলে দিও পোষ না মানা পাখিটিরও কাঁধ
হয়তোবা কিছুটা মিটবে তার আজন্ম সাধ।
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৬
অযাচিত কালিদাস বলেছেন: আনন্দিত যে আপনার ভালো লেগেছে।
২| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:২৪
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: মরণরে তুহুঁ মম শ্যাম সমান!
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭
অযাচিত কালিদাস বলেছেন: ~ ~
৩| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ৩:০৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর বলেছেন কবিতায়। ইচ্ছে গুলোও চমৎকার।
ভালো লাগা রইল কবিতায়।
শুভকামনা আপনার জন্য
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৯
অযাচিত কালিদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।
সাথেই থাকুন
৪| ১৬ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩৪
মোহাম্মদ বাসার বলেছেন: দারুণ। শুভ কামনা কবির জন্য।
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩০
অযাচিত কালিদাস বলেছেন: কবি আহ্লাদিত।
৫| ১৬ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:১১
কানিজ রিনা বলেছেন: মরে গেলে কাকেদের দিয়ে খাওয়ানোর উপদেশ
ভাল লাগল কারন কাকেরা সারা বছর ময়লা
আবর্জনা খেয়ে মানুষের উপকার করে এমন
উপকারী পাখি আর দেখা যায়না। তবুও কাক
সুচ্ছৃংখল পাখি একতাবদ্ধ। নিজেদের বাচ্চাগুল
সযতনে দইজন মিলে বড় করে। মরার পরে
ওরা খেলে দোয়া করবে হা হা হা। ভাল লাগল
কবিতা। ধন্যবাদ।
১৯ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩
অযাচিত কালিদাস বলেছেন: বাহ্, দারুণ পর্যবেক্ষণ
সত্যিই তাই
কবিতা পাঠের জন্য ধন্যবাদ, আর ভালো লেগেছে যেনে প্রীত।
সাথেই থাকুন।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুলাই, ২০১৭ রাত ২:০৭
মেঘের সাথী বলেছেন: ভালো লাগলো।