নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

সহস্র রাত্রি আগে শেষবার

২২ শে জুলাই, ২০১৭ সকাল ৮:৪৮

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

তাহার কোলের 'পরে মাথা রেখে শুইনিকো কতো রাত!
সে এক সহস্র রাত্রি আগে আমি শেষবার শুয়েছিনু,
কাঁঠালচাঁপা'র মত কি এক অনন্য ঘ্রাণে -
হয়েছিনু বিভোর আমি, আবেশে চক্ষু মুদে।

মনে আছে, অদ্ভুত সুকোমল আয়েশি খেয়ালে -
তিনি গেয়েছিল গান,
আর এলোমেলো চুলে ছিল অস্ফুট -
কলমি ফুলের মতো আঙ্গুলের খেলা
বাতায়ন বেয়ে বেয়ে উচ্ছল হাওয়া এসে ছুঁয়েছিল
আলগোছে অবিরাম।
অষ্টাদশীর চাঁদ আকাশের গায়ে ছিল ঠেস দিয়ে
আমারি মতন এক আহ্লাদী ঢঙে।

সেই সে রাতের মত আর কভু শুইনিকো
করিনি জোৎস্না স্নান একসাথে দু'জনেই।
আর কভু চাঁদ এসে দেয়নিকো উঁকি,
বাতায়নে পাহারায় আলোরোধী সান্ত্রী!

রুষ্ট হৃদয় হতে আহ্লাদেরা ধুকেধুকে উবে গেছে
যেটুকু আকাঙ্ক্ষা, সেও ভেঙ্গেপড়া শাখা হয়ে ঝুলে আছে।
কি এক অভাগা বোধ ঘিরে থাকে সারাক্ষণ
অতৃপ্ত সাধ, যেন অমোঘ নিয়তি হয়ে মিশে আছে।

জীবনের ভাঁজে ভাঁজে এভাবেই সময়েরা দাগ কাটে
তবুও আকাশ থেকে রূপালী আলোর বান ভেসে আসে
খুনসুটি খেয়ালের তান ভাসে শুনশান বাতাসের গায়ে গায়ে
আর আমার রাত্রি বহে সেই সে নেশার ঘ্রাণ ভেবে ভেবে।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:০৮

খায়রুল আহসান বলেছেন: বেশ রোমান্টিক আবেশে ভরা কবিতা। তবে,
তিনি গেয়েছিল গান - কথাটা ঠিক মনে হচ্ছেনা।
তবুও আকাশ থেকে রূপালী আলোর বান ভেসে আসে
খুনসুটি খেয়ালের তান ভাসে শুনশান বাতাসের গায়ে গায়ে
আর আমার রাত্রি বহে সেই সে নেশার ঘ্রাণ ভেবে ভেবে
- ভাল লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩২

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ।
এইতো, সবে শিখছি।
উৎসাহিত :)
সাথেই থাকুন, ঋদ্ধ করুন।

২| ২২ শে জুলাই, ২০১৭ সকাল ১০:২৭

সনেট কবি বলেছেন: ভাল লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৩

অযাচিত কালিদাস বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:০২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

২৪ শে জুলাই, ২০১৭ রাত ৩:৩৪

অযাচিত কালিদাস বলেছেন: :) সাথেই থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.