নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: সংগৃহীত।
কি এক আজব ঘরে বন্দী আমার সুখ পরাণের পাখি
সঙ্গীবিনে একলা শুধুই করছে দাপাদাপি
বন্ধু আমার নিঠুর কালা,
মুখ ফিরিয়ে সারাবেলা,
ক্যামনে বলো থাকি?
অভিমানী হইয়া শেষে আমায় সাজা দিলি
আমি কত নামে তরে বন্ধু করছি ডাকাডাকি
সে গো গোসসা কইরা রইল সইরা আমায় একা ফেলে
আমি শিকলবিনে বন্দী হইলাম এইনা কারাগারে
শত লোকের বাজার মাঝে,
সারাটাদিন একলা ঘুরে,
আঁধার রাতে থামি।
বিবাগী এই মনটা লইয়া একলা জেগে থাকি
পাষাণ বন্ধু ক্যামনে ঘুমাও আমায় তুমি ভুলি
©somewhere in net ltd.