নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।
১।
একটা মানুষ, এতটা দিন আশে পাশেই ছিল,
হঠাৎ করেই নাই।
মানুষটা খুব হাসতো, একটুআধটু রাগতো -
আবার বাসতোও বেশ ভালো।
উনার বুকের ধুকপুকানি, হঠাৎ নিথর হলো!
একটা মানুষ, কতো লোকে কতো নামেই ডাকতো,
হঠাৎ নামহীন হলো।
মানুষটা বেশ সৌখিন, সকল সময় ফিটফাট -
আর সুগন্ধি খুব মাখতো।
সেই মানুষ শেষে নিথর হলে, স্মৃতি হয়েই থাকলো।
২।
একটা মানুষ, আপনি - আমি আশে পাশেই থাকি,
আপনজনের সাথে।
নানান কাজে ব্যস্ত, দিন ফুরলে সঙ্গীহীনে -
একলা ফিরে যাবো।
ভালোবাসার কোনোকিছুর, সঙ্গ নাহি পাবো।
এই যে মানুষ, কত জনার কতই ঠিকানা,
দেশে, দেশান্তরে।
সব ঠিকানাই মিথ্যে, দিন ফুরলে এক ঠিকানা-
লাশ' -এর ঘরে যাওয়া।
ভবলীলা সাঙ্গ হলে, কিছুই রবে না।
৩।
একটা মানুষ, এতটা দিন আশে পাশেই ছিল,
হঠাৎ করেই নাই।
একটা মানুষ, নানান ডাকে হরেক সাড়া দিত,
হঠাৎ নামহীন হলো।
একটা মানুষ, আপনি - আমি আশে পাশেই থাকি,
হঠাৎ মিছে হব।
সব মানুষের, আবাস - নিবাস মিথ্যে পড়ে রবে,
এক ঠিকানায় যাব।
দেহাবসান হলে পরেই, মানুষাবসান হব।
০৩ রা আগস্ট, ২০১৭ ভোর ৫:৫১
অযাচিত কালিদাস বলেছেন:
২| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৮:০৯
প্রোলার্ড বলেছেন: পুরুষ মানুষের মৃত্যু মহিলাদের চেয়ে তুলনামূলকভাবে আগে হয় , কারণ তাদের রিস্ক এক্সপোজার বেশী ।
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:২৪
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য।
এটা কি গবেষণালদ্ধ তথ্য, না কি অনুমান?
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ১১:০০
প্রোলার্ড বলেছেন: এটা কমন সেন্সের ব্যাপার । আশে পাশে তাকালে , খোঁজ খবর রাখলে সহজেই বোঝা যাবে । ফরেনসিক মেডিসিনেও এটা নিয়ে বলা আছে।
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৫
অযাচিত কালিদাস বলেছেন: "ফরেনসিক মেডিসিনেও এটা নিয়ে বলা আছে।" - ভালো লাগলো।
এ বিষয়ে আরো একটু জানতে পারলে ভালো লাগতো। পাঠ্য কিছু থাকলে যদি দিতেন উপকৃত হতাম।
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯
ধ্রুবক আলো বলেছেন: একদিন জীবনের অবসান হয়। এটাই বড় সত্য।
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:১৬
অযাচিত কালিদাস বলেছেন: হুম!
চরমতম বাস্তবতা।
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩৩
বিজন রয় বলেছেন: মানুষের জীবন ও পরিণতি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
অনেক দামী কবিতা এটি।
প্রথম প্লাসটি আমার।
০৩ রা আগস্ট, ২০১৭ দুপুর ১:২১
অযাচিত কালিদাস বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই
নিয়মিত লিখতেও পারিনা, ভাব ও সময়ের সমন্বয়ও ঘটাতে পারিনা।
আর কিইবা লিখি, হয়তো সঠিক হয়ও না;
তবুও চেষ্টা, ভালো লাগা - না লাগা ভাগ করে নেয়া।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১:০২
একজন গাঙ্গচিল বলেছেন: