নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

কথোপকথন - ১ (ফোনোকথন)

১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৫৫

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

অতঃপর, 'জীবন বড়ই সৌন্দর্য';
স্বগত বললেন তিনি।
এর আগে তাহাদের ফোনোকথন -
- শুনছো?
- হ্যা, বলো।
- কি হয়ছে?
- কই? কোথায়?
- বাসায়। কি হয়েছে তোমার?
...কি ব্যপার, আমার কথার উত্তর দিতে ভালো লাগেনা?
- তোমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতে ইচ্ছে করছে,
... কোনো এক নিরিবিলি স্থানে, গ্রাম্য পরিবেশে -
... প্রকৃতির মাঝে, যান্ত্রিকতার বাইরে, বহুদূরে...। কি, বোঝা গেলো :) !!
- আর কতো মিথ্যে বলবে আমায়?
- আমার কি আসলেই কিছু বলা উচিৎ? :(
- জানিনা..., কেন মনে হয় শুধুই মিথ্যে বলো এমন করে?
...কেন আমি পাইনা খুঁজে বিশ্বাস?
- ...অর্ধমৃতের কথা, তাই হয়ত!
কিছু কিছু আত্মা যেমন থাকে, ঝুলে, -
ইহকাল - পরকাল মাঝে, তেমনি।
না বাঁচা, না মরা, 'অর্ধমৃত'।
আর, সত্য?- সে তো বলিই না।
মিথ্যাও পারি না।
যা হয় তা মাঝামাঝি, তাই ভাবো, চাও যদি।
আমি কি আমার কিছু?
অহেতুক মরে বাঁচি!
- জানিনা ভাই,
এসব তত্ত্বকথা ঢোকেনা আমার ঘটে।
শুধু বুঝি, সৃষ্টিকর্তা খেলেন আমায় নিয়ে,
এ খেলা পছন্দ তাঁর খুবই; খেলুক।
তাঁর বানানো পুতুল আমি, অধিকার তাই তাঁরই বেশি।
- হুম, যার যার বুঝতে পারা, তার তার মতো,
... পূর্ণিমা চাঁদ দেখে কেউ ভাবে 'ঝলসানো রুটি'।
- আমাকে তিনি তাঁর ইচ্ছেমতোই ভাঙ্গেন-গড়েন।
- কেইবা আর সে খেলার বাইরে, 'ভবরঙ্গ এই নাট্যমঞ্চে'!
- হুম।
- যাইহোক, ভালো থাকো, ভালো রাখো,
'অযাচিত' অনুভূতি যাক না জলাঞ্জলি, তাই ভেবে লাভ কি বলো!
নিশ্বাসে বেঁচে আছি, সেই ভালো; ঝুলে থাকি!
- হুম; ঝুলে থাকা।
- হুম; ঝুলেইতো আছি -
কারণে বা অকারণে,
পীড়নে বা দহনে,
প্রেমে ও অপ্রেমে...!
... তবুও স্বগত বলি, ভালোবাসি।
মরেও জীবনে বেঁচে, সেই আশে ছুটে চলি -
... ঝুলে থাকি!!
- আচ্ছা রাখি।

["তাহাদের কথোপকথন" - শিরোনামে ১বছর আগে লেখা]

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২১

মারিয়া ফেরদৌসী বলেছেন: ভালো হয়েছে।

১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:০১

অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ :)
অনুপ্রাণিত।

২| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর রোমান্টিকতা কথোপকথনে। ভালো লাগলো।

০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩

অযাচিত কালিদাস বলেছেন: ভালো লাগলো জেনে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.