নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ ইন্টারনেট থেকে সংগৃহীত।
দু'চোখের তারা বেয়ে বেয়ে
শরীরের রোমকূপে ঘুম।
শুতে গেলে শত আহ্লাদে
ঘুম সব হয়ে যায় গুম!
ভেসে আছি ডুব সাঁতারে
চাঁদ নেই তাই এ আঁধারে
তুমি খেল মন বাজী রেখে
আমি সেই কবে আছি হেরে।।
এ মনের মাঠ যে লিবিয়া
তুমি সে সুদূরে নীহারিকা
কি করে যে এইভাবে বাঁচি
জানে না সে জানে মন-মাঝি!
দু'চোখের কোন বেয়ে নামে
অঝোর ধারায় ফোঁটা হাসি
এভাবেই বয়ে নিয়ে চলা
মধুময় সেই সুখ-স্মৃতি।।
০৮ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৫২
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ
অনুপ্রাণিত।
©somewhere in net ltd.
১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩১
সুমন কর বলেছেন: ভালো হয়েছে।