নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

এক মানবী

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০০

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

মেঘে'র পরে মেঘ জমেছে, বৃষ্টি উধাও
ভরদুপুরের তপ্ত হাওয়ায় গন্ধ বিলাও
তোমার আশে বিকেল গিয়ে সন্ধ্যা বিলিন!
রাত দুপুরে, এক নিমিষে -
করলে আমায় রিক্ত, মলিন!!

আমার আশা'র ভালোবাসায় খাদ রেখেছি
মাঝে মধ্যে একটু আদোর, যত্ন-আত্তি
এর বেশি কই, চাইনি কিছুই তেমন করে!
আপত্তি নেই, কসম বলছি -
উষ্ণতা দাও, বসো যদি পাশে!!

বন্দী এ মন এক মায়াবী'র ইন্দ্রজালে!
এক প্রণয়ী রুষ্ট সদাই অভিমানে!
"এক মানবী কতোটা আর কষ্ট দেবে!"
এক বিবাগী মনটা আমার -
শুধুই পোড়ে, ফানুস হয়ে!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:১০

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: তোমার আশে বিকেল গিয়ে সন্ধ্যা বিলিন!
রাত দুপুরে, এক নিমিষে -
করলে আমায় রিক্ত, মলিন!!


অনেক ভাল লাগলো।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

অযাচিত কালিদাস বলেছেন: আহ্লাদিত :)

২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬

জীবন সাগর বলেছেন: দারুণ গীতিময়ী কবিতা , ভালো লাগলো

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:০৯

অযাচিত কালিদাস বলেছেন: :) খুশি হলাম জেনে :D

৩| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫২

ধ্রুবক আলো বলেছেন: "এক মানবী কতোটা আর কষ্ট দেবে!"
দারুন বলেছেন।

০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:১১

অযাচিত কালিদাস বলেছেন: এই লাইন'টি কিন্তু কবি হেলাল হাফিজ-এর একটি কবিতার। তাই ইনভার্টেড কমা ব্যবহার করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.