নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
'দৃষ্টি হঠাৎ ঝাপসা লাগে,
গলার মাঝে তরলতম -
শক্তকিছু আটকে আসে।
পেটের মাঝে সুড়সুড়িয়ে,
কি এক আজব অনুভূতির -
নাম না জানা আবেশ লাগে।
তোর কারণে, কেবল শুধু -
তোর কারণেই এমন কিছু,
তোর বারণে, কেবল শুধু -
তোর বারণেই উধাও যিশু! '
~~~ কবিরা সব মনের কথা -
গোপন করে, এমনি করেই কাব্যে বলে।
আমরা (পাঠক) শালার বেকুব, ভোদাই,
এসব পড়ে ঝলসে যাওয়া -
আবেগ নিয়ে হামলে পড়ি;
আবার কোথাও উল্টো বুঝি।
আমি শুধু এটুক জানি -
'তোর কারণে, কেবল শুধু -
তোর কারণেই এমন ঘটে।'
আমি যে এই সর্বাংশেই
তোরই সাথে, আগে - পরে,
মধ্যখানে একটুখানি ফারাক থাকে।
[এক বছর পূর্বে ফেসবুকে প্রকাশিত]
©somewhere in net ltd.