নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবি: #অযাচিত_কালিদাস
বসন্ত,
"মনে তার
নিত্য আসা-যাওয়া"
ঘরেতে অবিরাম!
কপালের
ঐ টিপে
রংধনু আলো মাখা,
বসন্ত অবিরত।
দু'চোখের
অতলান্তে
ভেসে থাকা সম্মোহনী,
বসন্ত অনিঃশেষ।
কপোলের
ঢেউ তোলা
অগভীর খাঁদে, বাঁকে,
বসন্ত ইতি-উতি হাটে।
কলাবতী দেহে'র
নিভৃত গ্রীবাদেশে
কমনীয় আভাতেই,
বাসন্তী বুনো ঘ্রাণ।
এভাবেই দিবা-রাতি
বসন্ত সাথে বাঁচি।
বরণ কি বিলাসে
তারই সনে মিশে আছি।
শুভ, সেই বসন্ত;
মনে যার
'নিত্য আসা-যাওয়া'
ঘরেতে অবিরাম!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৩
অযাচিত কালিদাস বলেছেন: থাকুন সদাই এমনতর।
ধন্যবাদ
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০১
সৈয়দ ইসলাম বলেছেন:
বসন্তের শুভেচ্ছা
সাথে থাকলো ভালবাসা
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৯
অযাচিত কালিদাস বলেছেন: শুভেচ্ছা আপনাকেও
ভালোবাসার রঙে রাঙা
বর্ণিল হোক সারাবেলা।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৭
কুঁড়ের_বাদশা বলেছেন: পড়িয়া মুগ্ধ হইলাম।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৬
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ।
জানিয়া প্রীত হইলাম
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:৪৩
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা!
কবির প্রতি সুভেচ্ছা জ্ঞাপন করি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৮
অযাচিত কালিদাস বলেছেন: কৃতজ্ঞতা জানিবেন।
আপনার শুভেচ্ছা ধন্যবাদের সহিত গৃহীত।
শুভকামনা রইলো
৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১২:০২
সেলিম আনোয়ার বলেছেন: বাসন্তী ভালো হয়েছে ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:৪৯
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ।
অনুপ্রাণিত
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৫:১৪
অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:২৫
চাঁদগাজী বলেছেন:
সবই আছে, বসন্তও এসেছে, আমি সবকিছুর পাঠক হয়েই থাকি সব ঋতুতে