নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

কথামালা - ভালোবাসা

০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:২৮


ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত।

আমাদের কথামালা -
ফানুশের মত উড়ে মরে।
সময়েরা আশে পাশে -
উশখুশ ঘুরেফিরে চলে।
তবু জানি তুমি-আমি
আমাদের মৌনতি
এভাবেই বুড়ো হয়ে রবে!

ইথারের ভাঁজে ভাঁজে
মনেমনে বলা কথা
গল্পের ঘর বুনে রাখি।
আকাশের বুকে মিশে
কোন এক কালে মিলে
সেইসব খুলে খুলে পড়ি।

আর, এভাবেই দিনে - রাতে, একরাশ নিশ্চুপে
আঁখি মুছি, হাসি রাখি মুখে।
আর, মাঝেমাঝে অন্তরে, কোলাহল নিশ্চিতে
দ্রোহ হয়ে খেলা করে চলে।

তবু জানি, ভালো আছি, এই বেশ বেঁচে আছি
ভালোবাসা গচ্ছিত রাখি।
যেই প্রেম, গেছে ভেসে, মেঘেদের পিঠে চেপে
তাকে ভুলে, বলি ভালোবাসি।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৯

সোহাগ তানভীর সাকিব বলেছেন: বিখ্যাত কবি কালি দাসের কবিতার মত না হলেও কবিতাটি মোটামুটি ভালো হয়েছে বলা যায়।

০৫ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৫৫

অযাচিত কালিদাস বলেছেন: ধন্যবাদ ভাই।
আামিতো অযাচিত কালিদাস, বিখ্যাত নই :)
শিখছি আপনাদের থেকে :)
উৎসাহ পেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.