নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সে আমায় ডেকেছিল \'কালিদাস\' \'আমার মেঘদূতে\'র কালিদাস\' নামে!

অযাচিত কালিদাস

অযাচিত কালিদাস › বিস্তারিত পোস্টঃ

কোটার খেলা

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:১৪


ছবি: ইন্টারনেট।

ও মহাশয়, ঢাবি-তে এই হচ্ছেটা কি?

- 'কোটা কেন্দ্রিক পীড়ন'।

... তাই বলে এই রাতের আঁধারে, ... মধ্যরাতে!?
সমস্ত রাতভরে...??
কিইবা এমন তফাৎ তবে '২৫ শে মার্চ' থেকে!

- আহা, আপনি তবে ভীষণ বোকা,
বোঝেন না ছাই আগামাথা...
বলেন দেখি এই আমলে কয়টা এমন আন্দোলনে
পুলিশ এলো মারলো লাথি, টিয়ারশেলে জ্বললো বাতি
লেঠিপেটা, রাবার বুলেট, রক্তঝরা ছাত্র শতেক
এই ঢাবি-তে, দিনে/রাতে, উপরতলার ছত্রতলে?

হে-হে-হে, ও মহাশয়,
সত্যি আমি দারুণ বোকা
বুঝিনা ওসব ছাইপাঁশ ধাঁধাঁ
নুন আন্তেই পান্তা ফুরায়
ধাঁধাঁ ভেঙ্গে কী আসে যায়!
আরে, রাজনীতি কী আমি বুঝি
নাকি ওসব আমার কম্মো
মিঞারা সব বলেন শুনি
ওসব নাকি চোখের ধুলো।
ফায়দা লোটেন ছায়া'র নেতা
মধ্যিখানে সিদ্দিক কানা।

- হুম ঠিকই বলছেন, শোনেন তবে -
পুলিশের কাজ পুলিশ করেছে, ছাত্ররা কেঁদেছে তাই
ছাত্ররাই হন বস, তবু পুলিশের কি আসে যায়!
কত শত শত লাথি খাওয়া ছাত্র পুলিশের স্যার আজ
তাই বলে কি পুলিশের লাথি ছাত্ররা খাবেনা ভাই!
নেতাদের কাজ ফায়দা লোটা, লুটছেও তারা তাই
কোটা ভিত্তিতে পুলিশের দল লাঠিপেটা করে যায়।

পড়েছি খবরে -
ছাত্ররা চাইছে কোটা সংস্কার, দেশনেতা বলে না।
এই দোলাচলে, পুলিশি লাথির কোটা হইল বহাল রাখা!

- আহা... কতদিন ওরা ছাত্র মারেনা, ছোঁড়েনা টিয়ারশেল
শাহবাগ, টিএসসি, কলাভবনে ওরা করেনা ওদের খেল!

যৌক্তিক এক আন্দোলনে লক্ষকোটি তরুণ
দফায় দফায় হচ্ছে সামিল, মাননীয়, প্লিজ ভাবুন।

©#অযাচিত_কালিদাস

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩১

সোহাগ তানভীর সাকিব বলেছেন: এখনি সময় কোটা প্রথা সংস্কারের দাবী আরো গতিশীল করা। পুলিশ যত কঠোর হবে আন্দোলন তত সহিংস হতে বাধ্য হবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫১

অযাচিত কালিদাস বলেছেন: সহিংসতা কাম্য নয়।
যথোপযুক্ত পদক্ষেপ প্রত্যাশা।

২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৫২

আল-শাহ্‌রিয়ার বলেছেন: ৯৮% মেধাবীদের জন্য ৪৫% পোষ্ট কখনোই কাম্য নয়। ঘরে ঘরে চাকুরির বদলে ৪ কোটি বেকার ! অন্তত প্রথমিক পর্যায়ে মাস্টার্স পাস করাদের জন্য চাকুরির ব্যাবস্থা করা হউক। নতুবা দেশে শিক্ষা বন্ধ করে দেওয়া হউক। শিক্ষিত বেকার নামক কলঙ্ক থেকে আমরা মুক্তি চাই।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৫০

অযাচিত কালিদাস বলেছেন: ক্রমবর্ধমান বেকারত্বের হার, উন্নয়নের হুমকিস্বরূপ।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:০৩

*** হিমুরাইজ *** বলেছেন: মাননীয়র ভাবার সময় নেই।
ভাল লিখেছেন।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

অযাচিত কালিদাস বলেছেন: তিনি ভাবুন, দ্রুত সিদ্ধান্ত নিন, এই প্রত্যাশা।
ধন্যবাদ, অনুপ্রাণিত।

৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:১১

রাজীব নুর বলেছেন:
শেখ হাসিনা দূরদর্শী একজন মানুষ,
তাঁকে আরো ঠান্ডা মাথায় এসব নিয়ে ভাবতে হবে।

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৭

অযাচিত কালিদাস বলেছেন: তার নেতৃত্বে আস্থা আছে। কিন্তু, সময় যে বহমান! অসময়ের দশ ফোঁড়।

৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৩২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: কোটা নিয়ে আমরাই ম্যাওপ্যাও করছি। সরকার এসব নিয়ে ভাবছে না:(:(

০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১১:৪৫

অযাচিত কালিদাস বলেছেন: ম্যাওম্যাওতো করতেই হবে।
সরকারের দ্রুত বোধোদয় হোক, এই প্রত্যাশা।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:০৩

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: মুক্তিযোদ্ধা বাপ জীবিত থাকা অবস্থায় আমাদের ভাইবোনদের সরকারি চাকরী দিতে পারে নাই সরকার। অথচ সরকারি দলের কথিত মুক্তিযোদ্ধার নাতি পুতিরাও আজ সরকারি মাল কামায়।

কোটা প্রথা সংস্কারের দাবী সময়ের দাবী।

৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১২:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুলিশরে ভূমিকা ন্যাক্কার জনক!
সরকারের ভূমিকা ঘৃনাজনক!

ছাত্ররাই যুগে যুগে দেশ বাঁচানোর আন্দোলনকে বেগবান করেছে!
কোটা প্রথার সংষ্কার হোক।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.