নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইস আমি তো ভুলতে পারিনি

পিকেকে টিটু

পিকেকে টিটু › বিস্তারিত পোস্টঃ

চালু হচ্ছে ল্যাপটপ ঋণ

২৫ শে জুন, ২০১৩ রাত ১১:০৯

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ ঋণ চালুর সিদ্ধান্ত নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকের সমন্বয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার রাজধানীর একটি হোটেলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে ল্যাপটপ ঋণ বিতরণে কর্মকৌশল নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের ডিপুটি গর্ভণর-১ মো. আবুল কাশেম।



বিশেষ অতিথির বক্তব্যে এ কে আজাদ চৌধুরী বলেন, ল্যাপটপ হলো বিশ্বজ্ঞান। এ জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এমনকি সম্ভব হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ ব্যবহারের ব্যবস্থা করা উচিত।

তিনি ব্যাংক কর্মকর্তাদের প্রতি ল্যাপটপের জন্য ঋণ দেয়ার আহ্বান জানান। ল্যাপটপের জন্য ঋণ দিলে দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা যাবে। যাদের আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে ভালো সুবিধা পাওয়া যাবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান বলেন, জাতি হিসেবে আমাদের এগিয়ে যেতে হলে কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে ল্যাপটপের জন্য ঋণ পায় তার ব্যবস্থা করা হবে।



কিভাবে এ ঋণ দেওয়া যায় তার নীতিমালা ঠিক করতে অচিরেই একটি কমিটি গঠন করা হবে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব। এ বিষয়ে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) চিঠি দেয়া হবে।



এ কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর-১ মো. আবুল কাশেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান, ডাচ-বাংলা ব্যাংকের ডিএমডি আবুল কাশেম মো. শিরিন।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ রাত ১২:১৫

শ্রীঘর বলেছেন: ল্যাপটপ ঋণ না দিয়া ৩জি লাইন কবে পামু তা নির্ধারন কর। কতকগুলা গাধার পাল আছে তথ্য মন্ত্রনালয়ে। এই গাধারা নাকি ইতিহাসে পড়ালেখা কইরা এই মন্ত্রনালয় চালায়।

আবার হুনতাছি ৩জি লাইনের নিলামে কাজ করার মত দক্ষ লোক নাকি নাই।

ব্যাপক ফানিত হইলাম...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.