নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইস আমি তো ভুলতে পারিনি

পিকেকে টিটু

পিকেকে টিটু › বিস্তারিত পোস্টঃ

প্রেমে বাড়ে ওজন

৩০ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৪৩

প্রেমে পড়লে তো কতো কিছু ঘটে যায়। অনেকের ক্ষেত্রেই প্রেমে পড়ার আগের এবং পরের মুহূর্ত এবং অবস্থা অনেকখানিই বদলে যায়। প্রেমিক জুটির সামনে আসে পৃথিবীর সবচেয়ে সুন্দর ও আনন্দঘন সময়।

তবে প্রেমে পড়লে আপনি যেটা কখনো ভাবতে পারেন না, সেটাই ঘটে। যেমন প্রেমে পড়লে আপনার ওজন বেড়ে যেতে পারে।

প্রেমে পড়লে স্বাস্থ্য বেড়ে যেতে পারে বলে সম্প্রতি এক গবেষণা এমনই তথ্য জানিয়েছে।

গবেষকরা জানান, প্রেমে পড়লে মানুষের মন ফুরফুরে থাকে। প্রেমিক প্রেমিকারা ভালো ভালো খাবার খায়, ডেটিংয়ের সময় দেয়ায় ছুটির দিনগুলোতে ব্যায়াম করারও সময় থাকে না। এসব কারণেই তাদের স্বাস্থ্য মোটা হয়ে যায়।

গবেষণার প্রধান ডায়েট শেফ, পুষ্টি ও ওজন বিশেষজ্ঞ ইজি ক্যামেরন বলেন, মানুষ যখন প্রেমে পড়ে তখন তারা এতো আত্মতুষ্টিতে থাকে যে, তাদের ওজন বেড়ে যায়।

গবেষণাটি একটি সমীক্ষার মাধ্যমে দেখিয়েছে, সমকালীন প্রেমের সম্পর্কের ক্ষেত্রে খাদ্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বাইরে কোথাও ক্যাফে, রেস্টুরেন্ট আয়োজন করে খেতে যাওয়া এখন প্রেমেই একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেছে।

প্রেমিকযুগলের ভালবাসা, প্রিয় সম্পর্ক ও মুহূর্তগুলোর আনন্দময় উদযাপনে বিশেষ ধরনের খাবার গ্রহণ একটি অবিচ্ছেদ্য এবং অনস্বীকার্য অংশ।

এসব খাবারে ওজন বেড়ে যাওয়ার কারণ সম্পর্কে গবেষণায় বলা হয়েছে, যেহেতু এসব খাবারের অধিকাংশ উপাদানই মাংস ও চর্বিযুক্ত অন্যান্য খাবার। ফলে এতে ওজন বেড়ে যাওয়ার প্রবণতাই মুখ্য হয়ে থাকে।

শুধু যে প্রেমিক যুগলের ক্ষেত্রেই এমনটি ঘটে তা নয়, বরং বন্ধু-বান্ধব, স্বামী স্ত্রী পরিবার ও সমাজের এ ধরনের সম্পর্কগুলোর ক্ষেত্রে বিশেষ ধরনের ভালবাসা, আবেগ ও প্রেমের বিশেষ সম্পর্কের কারণে সম্পর্ক উদযাপন ও উপভোগে খাবারই প্রধান উপায় হয়ে আসে।

সূত্র: দি স্টির

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: !!

২| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১:২১

লজিক মানুষ বলেছেন: ও তাইলে এইডা আসল কারন????? আমিও তো সেটাই বলি.... কিভাবে ৭০কেজি থকে ৯০ হইলাম মাত্র ৩ মাসে? তাইলে মনে হয় প্রেমে পড়েছি।
.
.
.
জি না! কোন মানুষের না। একখান বাইক কিনছিলাম। ঐটার প্রেমে পড়েই এই দশা, আর উঠতে পারি নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.