নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইস আমি তো ভুলতে পারিনি

পিকেকে টিটু

পিকেকে টিটু › বিস্তারিত পোস্টঃ

আজ আমার জন্মদিন

২৯ শে মে, ২০১৪ সকাল ১০:০৬

আজ আমার জন্মদিন।এই পৃথিবীতে এই  দিনে আমি এসেছিলাম, আজ সেই দিন, যদিও এর

ভেতরে পার হয়ে গেছে অনেক বেশী সময় ! আরো একটি বছর বেঁচে থাকলাম পৃথিবীতে। এই সুজলা সুফলা সুন্দর পৃথিবী আমাকে

আরো একটি বছর উপভোগ করার সুযোগ দিল। আমি তাকে কি দিলাম সে কথা নিতান্তই

অবান্তর। শৈবাল আবার শিশিরকে কি দিবে? অনেক অনেক সুন্দর সময় পার করেছি।

জন্মদিন মনে হলেই আজকাল মনে হয় সায়াহ্নের দিকে আরো এক কদম এগোনো হলো

আমার। আজ এই সকাল  বেলায় পিছনে তাকাতে ইচ্ছে করে মাঝে মাঝে। ভাবতে ইচ্ছে

করে স্কুলে - কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে ছোটবেলায় জীবনটাকে

যেভাবে কল্পনা করেছি আর আজকে যে জীবন আমি যাপন করে যাচ্ছি তার কোথাও কি

কোন মিল আছে । জীবনটাকে যতোই আমি মুঠোই ভরতে চেয়েছি, ততোই সেটা মুঠো থেকে

পিছলে পিছলে গেছে।

আসলে একটা সময় ছিল যখন জন্মদিন আসলে খুব আনন্দ হতো!  এখনও আনন্দ হয়, আজকাল

জন্মদিন তেমন কোন বিশেষ অনুভূতি আর উচ্ছাস নিয়ে আসে না।বয়সের ঘরে আরো

একটি সংখ্যার যোগফল বইতো বেশি কিছু না।তবে এখন অনুভব করি যে, বয়সটা

বাড়ছে৷ একটু একটু করে বুড়ো হচ্ছি।  আসলে অনেক কিছু করার আছে এখনও৷ অনেক

কিছু শেখার আছে৷ আসলে কতটুকু শিখতে পেরেছি জানিনা, চেষ্টা করছি৷

আমার জন্মদিনে সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক অনেক শুভকামনা রইলো।



মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৩

মরণের আগে বলেছেন: আপানর জীবন থেকে আরেকটি বছর চলেগেলো , তাই আপনার জন্য সমবেদনা জানাচ্ছি ।

২| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা।

৩| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:১৫

দাদা- বলেছেন: শুভ জন্মদিন। আমার তরফ থেকে অনেক অনেক অনেক শুভকামনা রইলো। ভালো থেকো :) :) ভাই ।

৪| ২৯ শে মে, ২০১৪ সকাল ১০:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বয়সটা বাড়ছে ৷ একটু একটু করে বুড়ো হচ্ছি।
আসলে অনেক কিছু করার আছে এখনও৷
অনেক কিছু শেখার আছে ৷ আসলে কতটুকু
শিখতে পেরেছি জানিনা, চেষ্টা করছি ৷


টাইপের দিকে যত্নবান হবেন ।

জন্ম দিনের শুভেচ্ছা ।

৫| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:১৭

সুমন কর বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো.... !:#P !:#P !:#P

৬| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:২৬

ডরোথী সুমী বলেছেন: শুভ জন্মদিন! বয়সটা জরুরী না ইচ্ছেটাই আসল। এখনও যদি আমরা প্রাণপ্রাচুর্যে পূর্ণ থাকতে পারি সেখানেই বেঁচে থাকার সার্থকতা। ভাল থাকুন, সুস্থ থাকুন সবসময়।

৭| ২৯ শে মে, ২০১৪ সকাল ১১:৫৪

ইমরান হক সজীব বলেছেন: কাইল্কে য়ামারও যন্মডিন

৮| ২৯ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

পাজল্‌ড ডক বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.