নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইস আমি তো ভুলতে পারিনি

পিকেকে টিটু

পিকেকে টিটু › বিস্তারিত পোস্টঃ

আস্তিক, নাস্তিক, ডান, বাম সবাইকে; সবাইকেই বুঝতে হবে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখ!!!!!!!!!!!!!

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

নৃশংস হত্যার এই চলমান ধারাকে সকলক, সকলের নিজস্ব অবস্থান থেকে রুখে দাঁড়াতেই হবে৷ আস্তিক, নাস্তিক, ডান, বাম সবাইকে; সবাইকেই বুঝতে হবে বাংলাদেশ এক ভয়াবহ বিপদের মুখে৷স্বাধীন মতপ্রকাশের বিষয়টি একটি সর্বজনীন অধিকার, এটি অবশ্যই রক্ষা করতে হবে।জাগৃতির ফয়সল আরেফিন দীপন হত্যা ও শুদ্ধস্বরের আহমেদুর রশীদ টুটুলসহ অন্যান্যদের উপর আক্রমণের তীব্র নিন্দা করছি।অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। এখানে সরকারের দৃঢ় এবং দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ দরকার ।খুনি এবং সন্ত্রাসীদের বিচারের ব্যাপারে সরকার দ্রুত কার্যকরী পদক্ষেপ চাই।এর আগেও ব্লগারদের হত্যা করা হয়েছে। কিন্তু হত্যাকারীদের সনাক্ত বা বিচারের আওতায় না আনায় বাবাবার এমন ঘটনা ঘটছে।প্রশাসন চলে ডালে-ডালে খুনিরা চলে পাতায়-পাতায়।তারা সুরক্ষিত রয়ে গেলে তারা আরও সাহসী হবে,হবে আরও বেপরোয়া।এটা জংগীবাদের প্রসারের লক্ষন।এটাকে বাড়তে দেয়া আর বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিনত করার পথকে স্বাগত জানানো একই কথা।সরকার কেন প্রশাসনের সর্বশক্তি দিয়ে এই হত্যাকারীদের ধরছে না?তাহলে সরকার কি নিজ স্বার্থেই এই ব্লগার হত্যাকারীদের জিইয়ে রাখছে!! যাতে ব্লগারদের চিন্তাভাবনাগুলো ধর্মব্যবসায়ীদের দিকে নিবদ্ধ থাকে, সরকার বিরোধী লেখালেখি শুরু না হয়!!!!!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.