![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশবিদ হিসেবে নিজেকে বিবেচনা করি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবি এবং এর উপাত্ত সংগ্রহ করি। এ পৃথিবীকে বাসযোগ্য দেখতে চাই।
শিবির কর্মী দেখামাত্র গুলি
----- ডিএমপি কমিশনার
ইত্তেফাক রিপোর্ট
পুলিশের ওপর হামলা চালালে শিবির কর্মীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন ডিএমপি'র কমিশনার বেনজীর আহমেদ। সোমবার দুপুরে শিবিরের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ ীয় পুলিশ হাসপাতালে দেখতে গেলে ডিএমপি কমিশনার এ নির্দেশ দেন। এ সময় তার সঙ্গে পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন।
মতিঝিল ও সচিবালয় এলাকায় জামায়াত-শিবিরকর্মীদের হামলায় আহত পুলিশ সদস্যদের কেন্দ ীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে ডিএমপি'র কমিশনার বেনজির আহমেদ হাসপাতালের তিন নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন কনস্টেবল মোকলেছুর রহমান এবং চার নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন পায়ে আঘাত পাওয়া কনস্টেবল জিয়াউরকে দেখতে গিয়ে তিনি একথা বলেন।
হাসান মাহমুদ খন্দকার বলেন, পুলিশের পর্যাপ্ত প্রস্তুতির কারণে শিবির কর্মীরা তাদের বেশি ক্ষতি সাধন করতে পারেনি। হামলা চালিয়ে যে নাশকতা চালানো হয়েছে, তা ফৌজদারি অপরাধ। দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৩
পুংটা বলেছেন: আলহামদুলিল্লাহ... বললে কি কম বলা হবে...??
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৭
htusar বলেছেন: একমত
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫২
পরবাসী সাগর বলেছেন: হারামজাদা বেনজির নিজের পায়ে নিজে কুড়াম মারছে। বিএনপি এখন একটা অজুহাত পাবে ক্ষমতায় গেলে তারে সাইজ করার।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৫
রোজেল০০৭ বলেছেন: Ei dhoroner kotha voy dekhanor jonno bola hoyeche. Without law change bd police can not fire when they will see shibir. Police can not fire without the permission of magistret by the rules.if police fire without permission,they have to give reason for every bullet they used.
৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
কলাবাগান১ বলেছেন: রোজেল নামটা দেখলেই প্রতারনার কথা মনে পড়ে
শিবির কর্মী রা যখন পুলিশকে স্ট্যান্ডার্ট চার্টাড ব্যাংকের সামনে পিটাচ্ছিল সবাইকে পরিস্কার ভাবে টিভিতে দেখা যাচ্ছিল...
এখন আর সংবাদ পত্রে হামলাকারীদের পাসপোর্ট ছবি দেখা যাচ্ছে না......। এই যায়গায় ছাত্রলীগ হলে এতক্ষনে সবাইর ছবি পত্রিকায় প্রকাশের মাধ্যমে গ্রেফতার হয়ে যেত
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৮
প্রাইমেট বলেছেন: Er ageo erokom dolbaj pulice officer dekhechi tara asthakure nikkhipto hoyeche. Kono pulice officer erokom adesh dite pare bhabao jayna.ekmatro fachistra pare kingba pare kono samorik sorker samorik ain jari korle. Tahole amra ki fachist kingba samorik shasoner odhine achI?
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২০
রায়হান হোসেন রানা বলেছেন: শুধু গুলি মারলে হবে না , আরো কিছু করতে হবে । যেমন ব্রাশফায়ার ।