![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরিবেশবিদ হিসেবে নিজেকে বিবেচনা করি। ক্লাইমেট চেঞ্জ নিয়ে ভাবি এবং এর উপাত্ত সংগ্রহ করি। এ পৃথিবীকে বাসযোগ্য দেখতে চাই।
সিলেট (২৩ ফেব্রুয়ারি'১৩) সিলেটে প্রকাশ্যে বন্দুক হাতে লুটপাটে নেতৃত্ব দিচ্ছেন সিলেট ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক পীযুষ কান্তি দে । শুক্রবার বিকেলে জিন্দাবাজারে ইসলামী ব্যাংকের এটিএম বুথ ভাংচুর ও লুটের ঠিক আগ মুহূর্তে তোলা হয় ছবিটি।
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
টয় বয় বলেছেন:
ডাকাত লীগ!!
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৫৮
যোগী বলেছেন: গনিমতের মালে ভাগ নেওয়া জায়েজ ।
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৩৬
প্রান্ত প্রাণ বলেছেন: যোগী বলেছেন: গনিমতের মালে ভাগ নেওয়া জায়েজ ।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৯
বাকাট্টা বলেছেন: হ হ ডেষ্টিনি, হলমার্ক, শেয়ারবাজাররে গণিমত বানায়া BALরা এবার ইসলামী ব্যাংকরে খাইব! শিবসেনার জারজদের থেকে এর চেয়ে ভাল কি আশা করা যায়?
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০১
ধীবর বলেছেন: ইসলামি আইন মতে পিযুষ রা কি গণিমতের মালের ভাগ পাইতে পারে? @যোগি
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯
পথহারা সৈকত বলেছেন: ধীবর বলেছেন: ইসলামি আইন মতে পিযুষ রা কি গণিমতের মালের ভাগ পাইতে পারে? @যোগি
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫০
সুইট টর্চার বলেছেন: ছবিগুলো রেখে যত্ন করে রেখে দেন, কাজে লাগতে পারে।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:০৪
ক্লিকবাজ বলেছেন: এরা তো সেই ১৯৭২ থেকে ৭৫ সালেরই ব্যাংক ডাকাত, স্থান, কাল, পাত্র পরিবর্তন হয়েছে কিন্তু দল আর চরিত্রতো বদল হয়নি, এরাই এখন আবার রূপে ফিরে এসেছে। আগে এনালগ কায়দায় ডাকাতি করতো এখন ডিজিটাল কায়দায় করে এই টুকুই শুধু পার্থক্য। ডেষ্টিনি, হলমার্ক, শেয়ার বাজার ই তার বড় প্রমান।
সময় আসছে, জনগণ রাস্তার কুকুর রাস্তায়ই পিটিয়ে মারবে, ঘরে ঢুকার সময় পাবে না।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১
তাসবীর আহমাদ বলেছেন: ছাত্রলীগ নিয়ে কিছু বললে খবর আছে।বেটা সবেতো বন্দুক দেখেছিস- আগামীতে মিসাইল হাতে নিয়া নামবো।
১১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৬
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
---
বিশৃঙ্খলা তৈরি করা মোটেই কাম্য নয় -- যদিও রাস্তা যত দিন গরম সব থেকে উপকার জামাত আর আওমীলীগের
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৯
নয়ামুখ বলেছেন: শুধু তাই নয়, আল-হামরা ভাঙ্গচোরের নেতৃত্ব দেন স্বয়ং সিটি মেয়র বদর উদ্দিন কামরান।