![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পড়ালেখার উপচে পরা চাপে যখন প্রায় অর্ধমৃত অবস্থা, তখনই সৌভাগ্যবশত কিছুটা ছাড় পেলাম। বুঝলাম মুভির জগতে নিজেকে লাইফ সাপোর্টে না রাখলে ঘোর বিপদ আসন্ন।যে কথা সেই কাজ, ফ্রেন্ডসদের থেকে সাজেশন নিয়ে অজস্র মুভি কালেক্ট করলাম,আর তারপর? তারপর বাকিটা ইতিহাস এ বছরের শুরুর দিকে আর গত এক মাসে অসংখ্য ছবি দেখে বেশ তরতাজা অনুভব করছি।বাংলা,ইংলিশ,হিন্দি,কোরিয়ান,চাইনিজ,হং কং মিলিয়ে এ বছর আমার দেখা সেরা দশ (কতগুলো কিন্তু ২০১৫ এর অনেক আগেই মুক্তি পেয়েছে,তবুও এ বছর দেখলাম বলে তুলে দিলাম) -
[ফেইসবুকেও শেয়ার করেছিলাম,এখানে একটু পরিবর্তিত করে লিখলাম]
10. The Lego movie (ইংরেজি)
আমার দেখা সবচেয়ে সেরা এনিমেশন। লেগোদুনিয়ার কাহিনী যেখানে এমেট নামের এক অতি সাধারণ ব্যক্তির হাত ধরে আসতে যাচ্ছে বিশাল বিপ্লব। ছবির প্রতিটা ডায়লগ এত যত্ন করে বানানো যে হিডেন জোকগুলো বোঝার জন্য আপনি বারবার দেখতে বাধ্য।
IMDb- 7.8
Rotten tomatoes- 96%
09. চতুষ্কোণ (বাংলা)
বাংলার মাটিতে এ কি করে দেখালেন শ্রীজিত! বিস্মিত! চারজন পরিচালক এক প্রযোজকের কথায় রাজি হয়েছেন এমন এক ছবি নির্মাণের জন্য যেখানে তাদেরই চারটা ভিন্ন ভিন্ন গল্প নিয়ে তৈরি হবে এর কাহিনী চারটা গল্পই মিলবে এক শব্দে- 'মৃত্যু'। ২২ শে শ্রাবণ থ্রিলারপ্রেমীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে সঙ্গে 'চতুষ্কোণ'ও!
IMDb- 8.1
08.Interstellar (ইংরেজি)
সাই ফাই আমাকে খুব একটা টানে না। কিন্তু নোলানের গল্প আর মেকিং এর গুণে মুগ্ধ! ফিজিক্স বই এর পাতার আপেক্ষিকতা তত্ত্বকে রূপালী পর্দায় দেখে অবাকে হয় নি-এমন মানুষ পাওয়া কঠিন।
IMDb- 8.7
Rotten tomatoes- 71%
07.Udaan (হিন্দি)
স্টুডেন্টদের জন্য #Must_Watch! গল্প বলার সারল্য দেখে ভাল লাগলো সঙ্গে সেইই পোয়েট্রি!
IMDb- 8.3
Rotten tomatoes- 89%
06.Ugly (হিন্দি)
সাইকোলজিকাল থ্রিলার, অনুরাগের করুণায় ভাল লাগা ছাড়া কোন উপায় নাই। এক ছোট মেয়ে
হারিয়ে যাওয়া নিয়ে কাহিনী । কিন্তু ছবি শেষে নামকরণের আসল অর্থটা বুঝে অবাক হয়েছিলাম বেশ। লাস্ট উক্তিটা মনে থাকবে।
IMDb- 8.2
05.Pk (হিন্দি)
আমার দেখা সবচেয়ে মজার এলিয়েন Pk!কাহিনী সম্বন্ধে সবাই জানেন। হিরানী আর আমিরের পরিশ্রম স্বার্থক
IMDb- 8.3
Rotten tomatoes- 86%
04.A moment to remember (কোরিয়ান)
একটা বিশেষ মুহুর্ত নিয়েও ছবি হয়?! জানা ছিল না। Alzheimer's disease এ আক্রান্ত তরুণী আর এক তরুণের মধ্যাকার ভালোবাসার কাহিনী নিয়ে এক অসাধারণ
রোমান্টিক মুভি।
IMDb- 8.3
Rotten tomatoes- 92%
03.Queen (হিন্দি)
সীমিত বাজেটে এই লেভেলের এন্টারটেইনিং ছবি কি করে বানালো! অপ্রত্যাশিতভাবে বিয়ে ভেঙে যাওয়ায় রাণী, প্যারিসে পাড়ি জমায় স্বামী ছাড়াই হানিমুন কাটাবে সেখানেই পরিচিত হয় এক ঝাঁক তরুণদের সাথে যাদের সাথে থেকে জীবনে বেঁচে থাকার নতুন সংজ্ঞা শেখে সে। কঙ্গনার অভিনয়ের কোন জবাব নেই!
IMDb- 8.4
Rotten tomatoes- 85%
02.Old boy (কোরিয়ান)
১৫ বছর পর Oh Dae‑su মুক্তি পায় বন্দী জীবন থেকে, কিন্তু সে জানেই না কেন এতবছর আটক রাখা হল। সেই সত্যের সন্ধানে নামে Oh Dae‑su,পুরো ছবিই রহস্য আর থ্রিলে ভরপুর। জানি, সবাই দেখেছেন। তবে অনেকের রুচিতে বাঁধতে পারে এটা দেখার সময়। কিন্তু সত্যি বলতে এরকম ইউনিক প্লট দেখে মুখ হা হয়ে গেছে।
IMDb- 8.4
Rotten tomatoes- 80%
01. The Classic / Miracle in cell no 7 (কোরিয়ান)
বাধ্য হয়েই যুগ্মভাবে দুইটাকে রাখলাম। মানুষের আবেগ নিয়া টানা হেঁচড়া করেছে এই দুইটা মুভির নির্মাতারা। প্রথম ছবিটা দুই প্রজন্মের ভালোবাসার গল্প আর দ্বিতীয়টা এক প্রতিবন্ধী বাবা ও তার ছোট্ট মেয়ে ইউসাং এর আবেগঘন কাহিনী। এ দুটো ছবি আশা করি প্রায় সবারই দেখা, তবু যারা দেখেন নি তারা অবশ্যই সংগ্রহে রাখবেন! হাসি-কান্নার এমন অনুপম মিশ্রণ আপনাকে নিশ্চিতভাবেই অবাক করে দেবে।
( The Classic )
IMDb- 7.9
Rotten tomatoes- 93%
(Miracle in cell no 7)
IMDb- 8.2
Rotten tomatoes- 90%
♦অপ্রত্যাশিত ভাল লাগা মুভি -
1.The fault in our stars (ইংরেজি) - লুতুপুতু প্রেম নেই, ভাল লাগলো
2.Dam lagake haisa (হিন্দি) - দম নিয়েই হাসছি ভাই!
3.The Raid Redemption (ইন্দোনেশীয়) - ইন্দোনেশিয়াও যে এই মাপের একশন মুভি বানাতে পারে জানতামই না!!
4.The Attorney (কোরিয়ান) - প্রথমে দেখে মনে হয়েছিল বোরিং হবে, কিন্তু না! চুম্বকের মত আটকে ছিলাম পুরাটা সময়।
5.Infernal affairs (হং কং) - যে মুভি না থাকলে হলিউডের 'The Departed' এর জন্মই হতো না।
6. No mercy (কোরিয়ান) - ভাবছিলাম সাধারণ রিভেঞ্জ টাইপ মুভি বুঝি। পরে বুঝলাম কোরিয়ানদের 'সাধারণ' বলাই পাপ!
7. My way (2011) - সবচেয়ে অপ্রত্যাশিত ভাল লাগা মুভি এইটা। ২৫ মিলিয়ন ডলার খরচে কোরিয়ানরা যা করে
দেখালো স্বয়ং হলিউডও অবাক হবে!
এছাড়া যেগুলো ভালো লাগল-
বাংলা - এবার শবর
korean - Memories of murder,The chaser
Hindi - The lunch box, Drishyam, Shahid
Hong kong - Ip maan (জানি অনেকেই বহু আগে এটা দেখেছেন)
English - Ted 2,Boyhood,Inside out,Mission Impossible: Rogue nation
তেলেগু - Vedam, Baahubali
♦চরম বাজে লাগল -
1.San Andreas (ইংরেজি) - একটি শহর যা CGI দ্বারা আক্রান্ত -_-
2.Baby (হিন্দি)) - অক্ষয়কুমার ইজ ব্যাক! কত আশা নিয়া দেখতে বসেছিলাম -_-
3.Avengers(ইংরেজি) - Age of CGI
4.Jurassic world (ইংরেজি) - ছোটবেলার জুরাসিক পার্ক কয়েক কোটি গুণ ভাল ছিল
5.যোদ্ধা (বাংলা) - দেব ইজ ব্যাক! ইউথ হিজ চাইল্ডিশ ডায়লগ ডেলিভারি ! -_-
6.Happy New year (হিন্দি) -শাহরুখ কবে আবার আগের ধারায় ফিরবেন?
(কারো কিছু বলার থাকলে কমেন্টে...)
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৮
ভ্রমরের ডানা বলেছেন: দারুন সুন্দর মুভি লিস্ট! ভাল কালেশন!