নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একাই আমাকে ভুলতে বসেছি একা চলতে চলতে- একলা পথেই আলাদা। আলাদা হতে হতে -বিভক্ত, তারপর অন্যমূখী - পাখির গান , বাতাসের শব্দ সব -আজ- মিশে, একা- কার ?

পল্লব সালেকিন

দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !

পল্লব সালেকিন › বিস্তারিত পোস্টঃ

মুঠোফোন

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২২

অপেক্ষার প্রহর গুনতে গুনতে, দিন পেরিয়ে রাত, আবার সেই চেনা সকাল সূর্য ওঠা- সূর্য ডুবে যাওয়া প্রকৃতি তার নিয়মে সব চালিয়ে যায় । তবুও কোথায় যেন বুকের মাঝে হাহাকার এর সুর বেজে ওঠে দুমরে মুচরে দিয়ে যায় হৃদয়টাকে । অপেক্ষা নামক অসহ্য এক অনিয়ম বিধাতা মানুষের হৃদয়ের অন্তরালে সৃষ্টি করেছেন । মায়ের সেই কথা, “খোকা ঘরে ফিরবে, কবে ফিরবে” ?
রবীন্দ্রনাথের গানে প্রেয়সীর সেই আশা , “আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায় ।”
আর, আমি বসে আছি অপেক্ষা ও যন্ত্রণার সমন্বয়ে মানুষের তৈরি যান্ত্রিক সবার চেনা সেই মুঠোফোনে নিয়ে। কখন বেজে উঠবে রিং টোন । কখন শুনতে পারবো কাঙ্খিত সেই চেনা কণ্ঠ । রিং টোন বেজে উঠলো ,হ্যালো ,হেলেই তো আছি ,শুয়ে পড়বো নাকি ? এ রকম অনেক রিং আসে ,কিন্তু আমার অবচেতন মন ভাবে এই বুঝি তার রিং আসলো । আমি কি শুনতে পাবো না তার কণ্ঠ যদিও সে আমার কাছ থেকে অনেক দূরে । শুনতে কি পাবো না ,“ শুভ জন্মদিন কেমন আছ ?” অসহ্য অপেক্ষার সময় ধরে বিড়ম্বনার সেই মুঠোফোন নিয়ে বসে আছি ,বসে থাকবো যদি বিধাতা বাঁচিয়ে রাখে এ জন্মদিনে না হোক আগামীতে...............
“সেই রিংটোনের অপেক্ষায়
ধরে আছি মুঠোফোন তোমায়”

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.