![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
পথঃ আসুন দেশের জন্য কিছু করি ।
পথিকঃ কি যে বলেন , কোথায় কি করবেন ? চারিদিকে এত সমস্যা কোনটা সমাধান করবেন?আমি একা কিছুই করতে পারবো না ।
পথঃ সমস্যা কে সমাধান করতে বলল ? চলুন , এবার শীতে শীতার্থদের শীতবস্ত্র দান করি । এতে আপনি একাই ১০০ । যাকে খুশি তাকেই দেন । বস্ত্রের দেশে বস্ত্রের সুষ্ট ব্যবহার হোক । নাকি ভাবছেন যে , ঘরে খেয়ে বনের মেষ তাড়ানোর কি দরকার ।
পথিকঃ না সে রকম করে নয়, কিন্তু এটা তো প্রতি শীতে সবাই করে ।আমি একা না করলে কিছুই হবে না ।
পথ ঃ ok, আপনি একাই যদি ভুলে যান বা মনে করেন বিজয় দিবস বোধয় বছরের শেষ দিন । তখনও তো কিছুই হবে না , তাই না ?
পথিক ঃ এত দিবসের মাঝে একটা মাত্র বিজয় দিবস , মনে রেখে কি হবে ?
পথ ঃ তাই ? উন্নতির নকশা তো এখন আপনাদের হাতের মুঠোয় । সব জেনে ফেলতেছেন নিমিশেই , কিন্তু আপনার কাগজ কলম কোথায় বলতে পারেন ? কি মনে হয় , উন্নতি দিবসের সঙ্গে যায় ?
পথিক ঃ আমি সাধারন মানুষ আমাকে এতকিছু বলে কি লাভ ?
পথ ঃ তবে, চলুন পাড়ার লাইব্রেরীতে একটা বই রেখে আসি । নতুন করে কিনে দিতে হবে না । ঘরে থাকা যে বইটি অনেক বার পরতে পরতে ক্লান্ত হয়ে পরেছেন, সেটি দিলেও চলবে ।
পথিক ঃ সেটা করা যায়, কিন্তু এখন-তো কেউ লাইব্রেরীতে গিয়ে বই পড়েনা ।
পথ ঃকিছু মনে করবেন না , করবেন টা কবে একটু জানাবেন ?
পথিক ঃ প্রায়ই ভাবি আর কিছু বই যোগাড় করে বাড়িতে একটা লাইব্রেরী করব ।
পথঃ খুবেই চমৎকার চিন্তা ।কিন্তু যেদিন বুঝবেন এটা আর হবে না -আমাদেরকে জানাবেন ।পাড়ার লাইব্রেরীটা আপনার ঘরে বসিরে দিব । তখনও দেশ আপনার পাশেই থাকবে ।
১৮ ই জুন, ২০১৬ রাত ১:৫২
পল্লব সালেকিন বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৬ রাত ১:১২
অপরাজিতার হাসি বলেছেন: খুব ভালো