![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
আলোর দেহে ব্যস্ত শহর-
পথের ধুলির এইতো খবর,
কোন দেয়ালে বন্দী খেয়াল
চোখ মিললেই হয় সে আড়াল ।
দিনের আলোয় ব্যস্ত শহর -
পথের ধুলির এটাই খবর,
কোন দেয়ালে বন্দী নিয়ম
শিশুর শহর করে শাসন ।
অবশেষে গলির মুখে
বন্দী কিশোর-মুচকি হাসে ।
২১ শে জুন, ২০১৬ রাত ৮:১৮
পল্লব সালেকিন বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
১৬ ই জুন, ২০১৬ রাত ১:১২
কথাকথিকেথিকথন বলেছেন: স্বল্প পরিসরে চমৎকার কবিতা । ভাল লেগেছে ।