![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !
এক নজরে মেপে নিয়ে,নিজের দেহের মাপ
অমন একটি মন বসিয়ে, দিচ্ছ কাকে ডাক
ভুল করে তাই মেপে নিলাম, তোমার মনের ওজন
পিছন ফিরে চেয়ে দেখি, লাইনে আছে ক'জন।
সুবাসিত বাতাস ঘুরে, তোমার দেহের ভাঁজে
মন নদীতে মাতাল ঢেউ, তোমায় একা খুঁজে।
অষ্টাদশীর জোয়ার জলে,থলের বিড়াল যাচ্ছে বলে।
চাও যদি আজ, ওভারব্রীজ বসিয়ে দেব তোমার মাঝে।
ঝাপ না দিলেও পড়বে জলে।।
২| ১১ ই মার্চ, ২০১৭ রাত ১১:২৬
পল্লব সালেকিন বলেছেন: একটু বেশিই বলে ফেলেছি
©somewhere in net ltd.
১|
১১ ই মার্চ, ২০১৭ রাত ৯:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে বলেন কি ওভারব্রিজ হা হা
সুন্দর