নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি, একাই আমাকে ভুলতে বসেছি একা চলতে চলতে- একলা পথেই আলাদা। আলাদা হতে হতে -বিভক্ত, তারপর অন্যমূখী - পাখির গান , বাতাসের শব্দ সব -আজ- মিশে, একা- কার ?

পল্লব সালেকিন

দ্বিধা আমার ভাই, দ্বন্দ্বের চেয়ে বড় !

পল্লব সালেকিন › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার ঢিল

০১ লা এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:১২

১। পাখি কি খবর ?
= আকাশে উড়ি ।
১।তুমি কি ক্লান্ত ?
=হুম , আনন্দে ক্লান্ত।
১. আকাশের পাখির ছায়া কিন্তু, জলেও পড়ে
= সে'তো শুরু থেকেই ।
১. তবে, তুমি জল-বন্দী
= না, আমি মুক্ত ।
১. কেন, তোমার ছায়া নেই ?
= বললাম না, আমি মুক্ত !
১. মুক্ততার শুরু কোথায় ?
= আমার ইচ্ছেতে ……
১. তোমার ইচ্ছের ভয় নেই ?
=না, তবে কষ্ট আছে ।
১. তোমার ইচ্ছে বিক্রি হয় ?
= স্বপ্ন পেলে বেচবো ।
১. তাহলে, তোমার ভালবাসার ইচ্ছেকে
নিলাম কর।
১. আমার কাছে দর মিলবে না।
কারণ, তুমি জানোই না –
নিলামকৃত ! ভালবাসাকে প্রচন্ড ঘৃণা করি ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:০৯

অতঃপর হৃদয় বলেছেন: লুল।

২| ০১ লা এপ্রিল, ২০১৭ রাত ৮:৪১

পল্লব সালেকিন বলেছেন: ওকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.